Bogra Pic-02দৈনিক বার্তা-বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার সানত্মাহার জংশন ষ্টেশনে একটি তেলবাহি ট্রেনের নিচে কাটাঁ পড়ে নওগাঁর সাবেক সিভিল সার্জন ডাঃ এটিএম শাহজাহান আলী (৬৫) নিহত হয়েছেন৷ নিহত শাহজাহান আলী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার নিশ্চিনত্মপুর গ্রামের মরহুম হেলাল উদ্দীনের ছেলে৷ 

সানত্মাহার রেলওয়ে জিআরপি থানা সূত্র জানা গেছে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পার্বতীপুর-খুলনাগামী পিকেটু তেলবাহী থ্রুপাস ট্রেনটি সানত্মাহার রেল স্টেশনে দাড়িয়েছিল৷ ডাঃ শাজাহান আলী ট্রেনের নিচ দিয়ে পার হওয়ার সময় চালক হঠাত্‍ ট্রেনটি ছেড়ে দেয় এতে ঘটনাস্থলেই তিনি মারা যান৷ এই ঘটনা জানার পর নওগাঁ-বগুড়া হাসপাতালের চিকিত্‍সকরা সানত্মাহার ষ্টেশনে ছুটে আসেন৷ ওইদিন বেলা ১১টার দিকে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়৷এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে৷ পরিবারের পৰ থেকে জানানো হয়েছেচ তিনি ওইদিন ঢাকা যাওয়ার জন্য নওগাঁর বাঙ্গাবাড়িয়ার বাসা থেকে বের হযে আসেন৷ টিকিট সংগ্রহ করার জন্য তিনি ট্রেন নিচ দিয়ে পার হচ্ছিলেন৷ তার স্ত্রী ডাঃ নাজলী বেগম গত বছর বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে সিনিয়র কনসাল্টেসী হিসাবে অবসর গ্রহন করে নওগাঁয় চেম্বার দিয়ে রোগি দেখে আসছেন৷ তাদের ১ ছেলে ও ১ মেয়ে দুই জনেই আমেরিকা প্রবাসী৷ এদিকে প্রত্যৰদশর্ীদের মতে ঘটনাস্থলে ওই ডাক্তার ট্রেনের নিচে মাথা ঢুকে দিয়ে আত্মহত্যা করেছেন৷ তবে পরিবারের পৰ থেকে এব্যাপারে কোন অভিযোগ করা হযনি৷ এব্যাপারে সানত্মাহার জিআরপি থানার ওসি সাইদ ইকবাল বলেন অনেকেই অনেক কথা বলে থাকতে পারেন৷ তবে আমার কাছে মনে হয়েছে এটা ট্রেনের কাটা পড়ে তার মৃত্যূ হয়েছে৷