34712_s2দৈনিক বার্তা: জুনিয়র মেসির বয়স মাত্র ২০ মাস। সদ্যই হাঁটতে শিখেছে। কিন্তু এই বয়সেই ফুটবলের সঙ্গে ছোট্ট পা দুটো মানিয়ে নিচ্ছে। টের পাওয়া যায় যে ফুটবলটা তার রক্তেই মিশে আছে। সমপ্রতি ইতালিতে বেড়াতে গিয়ে মেসিপুত্র মেতে উঠে ফুটবল নিয়ে। ইতালির সাবাউদিয়া সমুদ্রসৈকতে সবাই যখন গা এলিয়ে দিয়ে রোদ্রস্লান করছিলেন, তখন ফুটবল নিয়ে মেতে ওঠে থিয়াগো। রঙিন একটি বল নিয়ে মহাআনন্দে দৌড়ে বেড়াচ্ছিল। মাঝে-মধ্যেই দুই হাত ওপরে তুলে ফেটে পড়ছিল উল্লাসে। বাবা  যেমন দুর্দান্ত সব পারফরম্যান্স দেখিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন, তেমনি ছোট্ট মেসিও অনেক ভক্ত জুটিয়ে ফেলেছিল সমুদ্রসৈকতে। মেসির ছোট্ট এই আদুরে পুত্রটিকে বল নিয়ে ছুটোছুটি করতে দেখে হাততালি দিয়ে উৎসাহ দিয়েছে উপস্থিত অনেকেই। বিশ্বকাপের পর স্ত্রী-পুত্র নিয়ে ইতালিতে ছুটি কাটাচ্ছেন বার্সেলোনা তারকা নিওনেল মেসি। অল্প বয়সে মেসির ফুটবল প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিল সবাই, বার্সেলোনার তখনকার সভাপতি তো হয়েছিলেন রীতিমতো বিস্মিত। সেদিনের সেই প্রতিভাবান শিশুটিই আজকের মহাতারকা লিওনেল মেসি। টানা চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী এই তারকার ছেলেও কি বাবার দেখানো পথে হাঁটবেন?