অজ্ঞাত যুবকের লাশ

দৈনিক বার্তা- নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩ আগস্ট  : গাজীপুরে পুলিশের দু’থানার সীমানা নিয়ে ঠেলাঠেলির কারনে দু’দিন ধরে অজ্ঞাত এক যুবকের লাশ শীতলৰ্যা নদীতে ভাসছে৷ দায়িত্ব এড়িয়ে যাওয়ায় রবিবার বিকেল পর্যনত্ম ওই লাশ নদী থেকে উদ্ধার করা হয় নি৷

প্রত্যৰদর্শীরা জানান, শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুণ এলাকায় শীতলৰ্যা নদীতে শনিবার দুপুরের দিকে অজ্ঞাত যুবকের লাশটি ভাসতে দেখা গেছে৷ পরদিন রবিবার লাশটি একই উপজেলার পাশর্্ববর্তী বরমী ইউনিয়নের পাইটালবাড়ী এলাকায় ভাসতে দেখা যায়৷ স্থানীয়রা পুলিশকে জানালেও শ্রীপুর ও কাপাসিয়া থানার সীমানার জটিলতা দেখিয়ে উভয় থানা কর্তৃপৰ লাশ উদ্ধারের ৰেত্রে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন৷ ফলে লাশটি দু’দিন ধরে নদীতে ভাসছে৷ লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে৷ ইতোমধ্যেই লাশটির বিভিন্ন অংশ বিভিন্ন প্রাণী খেয়ে ৰতবিৰত করেছে৷ রবিবার বিকেলে লাশটি শ্রীপুর মডেল থানার বরমী ইউনিয়নের হলদেডোবা এলাকার গিয়াস উদ্দিন মাস্টারের বাড়ির পাশে ওই নদীতে মাছ ধরার একটি জালে আটকে রয়েছে৷ লাশ দেখতে প্রতিদিন শতাধিক মানুষ নদীর পাড়ে ভীড় জমাচ্ছে৷

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, শীতলৰ্যা নদীর পানির সীমানা কাপাসিয়া থানার নিয়ন্ত্রণাধীন৷ সুতরাং লাশটি উদ্ধারের দায়িত্ব কাপাসিয়া থানা কর্তৃপৰের৷  অপর দিকে কাপাসিয়া থানার ওসি আহসান উলস্নাহ জানান,রবিবার বিকেল তিনটার দিকে খোঁজ নিয়ে জানা গেছে লাশটি শ্রীপুর মডেল থানার বরমী ইউনিয়নের হলদেডোবা এলাকার গিয়াস উদ্দিন মাস্টারের বাড়ির পাশে ওই নদীতে মাছ ধরার একটি জালে আটকে রয়েছে৷ এলাকাটি শ্রীপুর মডেল থানার নিয়ন্ত্রণাধীন৷

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর৷