goldcrest_30758

দৈনিক বার্তা- ঢাকা,৩ আগষ্ট : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি গঠন-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন করেছেন৷রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে৷

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আব্দুল নাসের েেচৗধুরী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে৷এ দফায় তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন৷ তিন সদস্যের কমিটিতে অপর দুজন সদস্য যুগ্ম সচিব পদমর্যাদার৷ এর আগে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল৷

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে ক্রেস্টের স্বর্ণ জালিয়াতির ঘটনায় অভিযোগ ছিল, তাঁদের মধ্যে সচিব পদমর্যাদার কর্মকর্তা ছিলেন৷ বিভাগীয় কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে তাঁদের ঊধর্্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করানোর সিদ্ধান্তটি প্রশ্নের মুখে পড়ে৷ সরকারের ঊধর্্বতন মহলও এ বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি৷এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে অধিকতর তদন্তের অনুরোধ জানায়৷

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়,মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একাধিক অনুরোধের পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে প্রধানমন্ত্রীর অনুমতি পেয়ে সারসংক্ষেপ পাঠানো হয়৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেটি অনুমোদন হয়ে আসার পর আজই কমিটি গঠন করা হবে৷ এর আগে গত ৭ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে একটি বৈঠক হয়৷ ওই বেঠকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করা হয়৷

একই সঙ্গে এই কেনাকাটার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তদন্তকালীন যেন তাঁরা এ-সংক্রান্ত কোনো কাগজপত্র মন্ত্রণালয় থেকে সরাতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল৷ ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে করা তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত দোষী কর্মকর্তা, সরবরাহকারী প্রতিষ্ঠানসহ সবার অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে৷ কমিটিকে পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছিল৷গত ৫ এপ্রিল দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিকে ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে শীর্ষক প্রতিবেদন ছাপা হয়৷ এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার৷

1_Mail0001