মাহতাব উদ্দিন মিনার চৌধুরী

দৈনিক বার্তা- ফেনী,৩আগষ্ট : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার এজাহার ভূক্ত একমাত্র আসামী মাহতাব উদ্দিন মিনার চৌধুরী উচ্চ আদালতের নির্দেশের পরও আত্মসমর্পন না করায় আদালত গতকাল রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে৷ 

গত ২০ জুলাই হাইকোর্টের চেম্বার বিচারপতি তাঁর (মিনার চৌধুরী) উচ্চ আদালতের জামিন আদেশ স্থগিত করে দুই সপ্তহের মধ্যে তাঁকে আত্মসমর্পনের আদেশ দেন৷ রোববার দুই সপ্তাহ শেষে তার আদালতে আত্মসমর্পনের কথা থাকলেও তিনি আদালতে হাজির হননি৷  ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারম্নকীর আদালতে উপস্থিত হয়ে মিনার চৌধুরীর পৰে আইনজীবি আবদুল মান্নান খান আদালতকে জানান, মিনার চৌধুরী খুবই অসুস্থ এবং তিনি ঢাকার বাড়ডেম হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন৷ তাঁকে ঢাকার সিএমএম আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে হাসপাতালে চিকিত্‍সার আবেদন জানান৷ বিচারিক হাকিম উচ্চ আদালতের নির্দেশ পালন না করায় মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) বিরম্নদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন৷গত ২৭ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কচুৰেত এলাকার একটি বাসা থেকে মিনার চৌধুরীকে গ্রেপ্তার করে৷ 

গত ১৫ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মিনার চৌধুরীর ছয় মাসের অনত্মবর্তীকালীন জামিন মঞ্জুর করা হলে ১৭ জুলাই তিনি ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পান৷ ২০ জুলাই তাঁর জামিনের অদেশ স্থগিত চেয়ে সরকার পৰ আদালতে আবেদন করেন৷ রাষ্ট্রপৰ ও মিনার চৌধুরীর পৰে শুনানী শেষে হাইকোর্টের চেম্বার বিচারপতি আসামী মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন মঞ্জুর করে দেয়া আদেশ স্থগিত করে তাঁকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দিয়েছেন৷ 

উল্লেখ্য, গত ২০ মে দিনদুপুরে ফেনী শহরের একাডেমি সড়কে একরামুল হককে গাড়ীর ভেতরে গুলি করার পর গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে দুবর্ৃত্তরা৷ নিহতের ভাই রেজাউল হক জসিম ওই দিনই জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মাহতাব উদ্দিন মিনার চৌধুরীর নাম উলেস্নখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী দেখিয়ে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ 

এ মামলায় মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়৷ তাদের মধ্যে ১৬ জন কোন না কোন ভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন৷ তবে হত্যার ঘটনার মূল নায়কদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷