দৈনিক বার্তা- ঢাকা,২আগষ্ট : পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো সিআরসেভেন ব্র্যান্ডের অন্তর্বাস, শার্ট ও জুতার সম্ভার বাজারে আনছেন৷ তবে এর জন্য তাকে ভুগতে হচ্ছে বেশ কিছু ঝামেলা৷
ব্যবসায়িক কারণে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বাসিন্দা ক্রিস্টোফার রেনজি নামে এক ব্যক্তি মামলা করেছেন রোনালদোর বিরুদ্ধে৷ ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি ‘সিআরসেভেন নামটি আগেই ট্রেডমার্ক করে রেখেছিলেন৷ রেনজি বলেন, রোনালদোর কোম্পানির আইনজীবীরা ট্রেডমার্ক স্বত্ব তুলে নেয়ার জন্য আমাকে একটি চিঠি দিয়েছে৷ কারণ কোম্পানিটি রোনালদোর সিআরসেভেন অন্তর্বাস নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আসার পরিকল্পনা করছে৷রেনজি তার ট্রেডমার্ক রক্ষায় তাই আদালতে মামলা করেছেন৷ আবার অনেকে মনে করছেন, লাভবান হওয়ার জন্যই রোনালদোর নাম ভাঙানোর কৌশল নিয়েছেন রেনজি৷