দৈনিক বার্তা – ঢাকা,১আগষ্ট : নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার বাঙালী জাতির ইতিহাসে শোকাবহ ও রক্তাক্ত আগস্টের প্রথম দিন পালিত হয়েছে৷কর্মসূচির মধ্য ছিল আলোচনা সভা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ, মোমবাতি প্রজ্জলন, কালোব্যাচ ধারণ প্রভৃতি৷
বাঙালীর জাতীয় জীবনে আগস্ট মানেই শোকের মাস, বেদনার মাস৷ বছর ঘুরে আবার এসেছে সেই রক্তাক্ত আগস্ট৷ বীর বাঙালীর ইতিহাসে কলংকিত এক অধ্যায় সূচিত হয়েছে এ মাসেই৷ এ মাস নতুন করে ভাবতে শেখায়৷ এ মাস প্রতিশোধের চেতনায় শাণিত করে সবাইকে৷প্রতিবারের মতো এবারও এই শোকের মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে৷ আগস্ট মাস জুড়েই পালিত হবে এ সব কর্মসূচি৷ সরকারিভাবে পালিত হবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি৷
শোকের মাস আগস্ট শুরু উপলক্ষে বৃহষ্পতিবার রাত ১২টা ১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট সমাবেশের আয়োজন করে৷ এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,আগস্ট বাঙালি জাতির শোকের মাস, ১৫ আগস্ট শোকের দিন৷ সে দিন শোক দিবস পালন করম্নন বা না করুন, ভুয়া জন্মদিন পালন করবেন না, কেক কেটে আনন্দ করবেন না৷
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মাসুদ খান বাবু ৷
এদিকে শোক দিবসের প্রথম প্রহর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডির ৩২ নং বঙ্গবন্ধু ভবনের সামনে আলোর মিছিলের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে আওয়ামী স্বেচছাসেবক লীগ৷ এ ছাড়া শোক দিবসের প্রথম প্রহরে আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আমরা মুক্তিযোদ্ধার সনত্মান রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন এবং বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে৷ শোকের মাসের শুরম্ন দিন জাতীয় প্রেসক্লাবে দেশরত্ন পরিষদ আলোচনা সভার আয়োজন করে৷
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরম্নল ইসলাম, স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ৷ এর আগে বঙ্গবন্ধু পরিষদ জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৯টায় কলাবাগানস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে৷
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা প্রফেসর ড. মো. আখতারম্নজ্জামান, ডেপুটি এর্টনি জেনারেল এডভাকেট সরদার মোশারফ হোসেন, সংগঠনের নেতা মাহবুব উদ্দীন বীর বিক্রম প্রমুখ বক্তব্য রাখেন৷বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা শোকের মাসের প্রথম দিন সকাল ৯টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঘর্্য অর্পণের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে৷