image_112589.10446672_321787104659851_6322319791739341097_nদৈনিক বার্তা: রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি কালো রঙের প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে চুরমার হয়ে গেছে। এ ঘটনায় প্রাইভেটকারটিতে থাকা ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে একটি গুলি ভর্তি নাইন এম এম পিস্তল উদ্ধার করেছে তারা। গাড়ির নম্বর ঢাকা-৪৬২/ও।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর মজিদ বলেন, আহতদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ওই গাড়ি থেকে আমরা গুলি ভর্তি নাইন এম এম পিস্তল পেয়েছি।

ওদিকে আহতদের কাউকেই হাসপাতালে নেওয়ার জন্য খুঁজে পাওয়া যায়নি। পুলিশ মনে করছে, অস্ত্র ধরা পরার পর তারা পালিয়েছে। ঘটনার পর পরই কমলাপুর রেলওয়ে থানা পুলিশের একটি দল ওই স্থানে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আশপাশের হাসপাতালে খুঁজেও তাদের পায়নি পুলিশ।