Gopalganj Lathi Khala Photo 01.08.2014

দৈনিক বার্তা-গোপালগঞ্জ,১আগষ্ট : গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো বাংলার চিরচয়িত ঐতিহ্যবাহী লাঠি খেলা৷ এসএম মডেল স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন জেমসার উদ্যোগে অনুষ্ঠিত এ লাঠি খেলা দেখতে ভীড় করে নানা বয়সের মানুষ৷ কালেরক্রমে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা ধরে রাখতে সারকারের পাশাপাশি এগিয়ে আসবে সমাজের বৃত্তবানরা এমনটাই প্রত্যাশা দর্শনাথর্ীদের৷

একসময় লাঠি খেলা ছিল গ্রাম বাংলার মানুষের কাছে একটি জনপ্রিয় খেলা৷ গ্রাম্য নানা শিল্প-সংস্কৃতির প্রধান অনুসঙ্গ হিসাবে লাঠি খেলাসহ গ্রামীন খেলাগুলো ছিল গ্রাম বাংলার সাধারণ মানুষের চিত্ত বিনোদনের একমাত্র উত্‍স৷ ঐতিহ্যবাহী এ খেলাটি বৈশাখী মেলা, বিয়ে অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে আনন্দ দিতে আয়োজন করা হয়৷ আর লাঠিয়ালরা বাদ্যের তালে তালে লাঠি খেলে দর্শনাথর্ীদের আনন্দ দিয়ে থাকেন৷

কালেরক্রমে হারিয়ে যাওয়া এ লাঠি খেলা দেখতে সরকারী বঙ্গবন্ধু কলেজে হাজির হন নানা বয়সের সাধারণ মানুষ৷ ইট-পাথরের টুংটাং আওয়াজকে হার মানিয়ে কিছুটাও হলেও গ্রামীন চিত্ত বিনোদনের সুযোগে পেয়েছে দর্শনার্থীরা৷ তবে প্রয়োজনীয় পৃষ্ঠ পোষকতা আর কালের বিবর্তনে এসব খেলা এখন শুধুই স্মৃতি৷ সরকাররে পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে এসে নতুন প্রজন্মসহ ভবিষত্‍ প্রজন্মের কাছে তুলে ধরার দাবী জানিয়েছে দর্শনাথর্ীরা৷

দর্শনাথর্ীরা জানায়, লাঠি খেলা সহ বিভিন্ন গ্রাম্য খেলাকে আমাদের টিকিয়ে রাখতে হবে এবং আগামী প্রজন্মকে জানাতে হবে৷ মাঠের স্বল্পতা আর ভিডিও গেমের কারণে আমাদের শিশুরা ঘরমুখো৷ এ জন্য প্রয়োজনীয় পৃষ্ঠ পোষকতা দিয়ে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে৷

জেমসা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা আবু কাওসার বলেন,শুধু লাঠি খেলাই নয় হা-ডু-ডু খেলাসহ আন্যান্য গ্রামীন খেলাগুলো আমাদের ঐতিহ্য৷ লাঠি খেলাসহ বিভিন্ন গ্রাম্য খেলাকে টিকিয়ে রাখতে সরকারের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি৷