দৈনিক বার্তা- মাগুরা,৩১জুলাই : মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন৷ এসময় ৩০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার সকাল ১০টার দিক থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮৩ রাউন্ড গুলি ও ২০ রাউন্ড টিয়ার শৈল নিক্ষেপ করেছে৷ এ ঘটনায় শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ৷
আহতদের মধ্যে পুলিশের নায়েক সবুর হোসেন, কনস্টেবল সাইফুল ইসলাম, তৈহিদুর রহমান ও আনসার সিপাহী সাইফুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী আখেরুজ্জামান, তার স্ত্রী মাজেদা বেগম, জুলফিকার, মনিরুল, বিশে, পায়রা, আশরাফুল ইসলাম, মুন্সি জাহাঙ্গীর হোসেন, ওহিদুল মুন্সী, সোহেল, সরিফুল, জাফর, জামান, ও টুকুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ও মাগুরা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে৷ এছাড়া, আহত তপু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পগুু হাসপাতালে পাঠানো হয়েছে৷
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ স্থানীয় আশরাফ হোসেন জানান, শ্রীপুর উপজেলা সদরের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের সঙ্গে আব্দুল হান্নানের সমর্থকদের বিরোধ চলছিল৷ বুধবার রাতে আব্দুল হান্নানের কয়েকজন সমর্থক মশিউর রহমানের সমর্থক টিপু মিয়াকে কুপিয়ে আহত করে৷ পাল্টা হামলায় মশিউরের সমর্থকরা হান্নানের সমর্থক ওহিদুল মুন্সিকে কুপিয়ে আহত করে৷ দুই ঘটনায় উত্তেজনা তৈরি হলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়৷ প্রায় তিন ঘন্টা ধরে চলা সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন৷ এসময় ৩০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে৷ শ্রীপুর থানা পুলিশ ৮৩ রাউন্ড গুলি ও ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
ওসি শাহ আওলাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮৩ রাউন্ড শটগানের গুলি ও ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷ এ ঘটনায় মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির ও সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ ঘটনায় উভয় গ্রুপের নেতা শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হান্নানকে পুলিশ আটক করা হয়েছে বলে জানান ওসি৷