দৈনিক বার্তা- ভারতের নতুন সেনা প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল দালবির সিং সুহাগ। বৃহস্পতিবার দুপুরে এই দায়িত্ব নিয়ে দেশটির ১৩ লাখ সেনা সদস্যের কমান্ডার হলেন তিনি। এর মাধ্যমে দেশটির সদ্য বিদায়ী ইউপিএ সরকারের দেওয়া নিয়োগকেই বহাল রাখলো নতুন সরকার। ৩০ মাসের মেয়াদে এই নিয়োগ পেলেন তিনি।
গত মে মাসে দেওয়া ওই নিয়োগের ব্যাপারে বিজেপি তথা সাবেক সেনা প্রধান ভিকে সিংয়ের কড়া প্রতিবাদ ছিলো। তা সত্বেও চার তারকার এই জেনারেলকে দায়িত্ব দিলো নরেন্দ্র মোদীর সরকার। ৫৯ বছরের লে. জেনারেল সুহাগ একজন গুর্খা সেনা কর্মকর্তা। ১৯৮৭ সালে শ্রীলঙ্কায় ভারতীয় শান্তি রক্ষী বাহিনীতে অংশ নিয়েছিলেন।