সৈয়দ আশরাফুল ইসলাম-ashraf-alদৈনিক বার্তা- ঢাকা, ৩১ জুলাই ২০১৪  : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ি আন্দোলন শান্তিপূর্ণ ভাবে হবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা তা করতে পারে। ইতোমধ্যে তারা ঘোষণা দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করবে। আশা করি তারা সেভাবেই তা করবে।’ বুধবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া বলেন, ‘তারা নিয়মতান্ত্রিক কর্মসূচি নিয়ে এগোতে চান।’ সৈয়দ আশরাফ আজ বৃহষ্পতিবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে নিজের দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিএনপির আন্দোলনের হুমকির জন্য জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানে সংঘাতের কোনো আশঙ্কা দেখছি না। দেশের জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। অপর এক প্রশ্নের জাবেব আশরাফ বলেন, এখানে সংঘাতের কোনো আশঙ্কা দেখছি না। ঈদ শেষে জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে কাজ শুরু করে দেবো। ঈদের পরপরই ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস। আমাদের দল শোক দিবস নিয়েই ব্যস্ত। এ সময়ে তিনি এবছর ঈদে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় মানুষ স্বস্তিতে ঈদ করতে পেরেছে বলেও মন্ত্য করেন।