প্রিয়াংকা চোপড়ার-priyanka-chopra

দৈনিক বার্তা-  ন্যাড়া মাথায় অভিনয় করলেন সাবেক বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ‘মেরি কম’ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে তাকে চুলবিহীন অবস্থায় দেখা যাবে। ২৩ জুলাই প্রিয়াংকার ন্যাড়া মাথার এ দৃশ্যের ট্রেইলারটি মুক্তি পেয়েছে।

জানা গেছে, অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার মেরি কমের জীবনী নিয়ে নির্মিত এ ছবির প্রথম ট্রেইলারে প্রিয়াংকার পেশিবহুল হাত দেখা গেছে। তা দেখেই দর্শকরা তার ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সব শেষে ন্যাড়া মাথায় অভিনয় করে ফের সবাইকে চমকে দিলেন প্রিয়াংকা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেরি কম নিজের জীবনে একটা সময় ন্যাড়া হয়েছিলেন। এ দৃশ্যটি তার জীবন থেকেই নেয়া। আর একজন অভিনয়শিল্পী হিসেবে চরিত্রটি শতভাগ ফুটিয়ে তুলতে আমাকেও ন্যাড়া মাথায় অভিনয় করতে হয়েছে।’

সূত্রটি আরো জানিয়েছে, টরেন্টো চলচ্চিত্র উৎসবে আগামী ৪ সেপ্টেম্বর ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। তার পর দিন সঞ্জয়লীলা বানশালি প্রযোজিত এ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করেছেন উমঙ্গ কুমার। বর্তমানে প্রিয়াংকা এর ডাবিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন ডেনি দেনজংপা, সুনিল থাপ্পা প্রমুখ।

[youtube_video id=”OxsKcx1IwI8″]