দৈনিক বার্তা: গ্রিসে স্ট্রবেরি সংগ্রাহক হিসেবে কর্মরত ২৮ বাংলাদেশী অভিবাসীকে গুলি করার দায়ে গ্রেপ্তার হওয়া স্থানীয় একটি স্ট্রবেরি খামারের মালিকসহ ২ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে সে দেশের আদালত। গুলি করার অভিযোগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পরও তাকে ছেড়ে দেয়ার রায়ে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে গ্রিসে। রায়ে অপর দুই ব্যক্তিকে গুরুতর হামলা ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ১৪ বছর ৭ মাস ও ৮ দিনের কারাদন্ড দেয়া হয়। তবে তাদের সামনেও আপিলের সুযোগ রয়েছে। আপিল করা পর্যন্ত তারাও মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে। রাজনীতিবিদ, ইউনিয়নের নেতারা এ রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন। বর্ণবাদ বিরোধী সংগঠনগুলোও প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। এ রায়কে বিচার ব্যবস্থার কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করছেন অনেকে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। গত বছরের এপ্রিলে পেলোপোনিজের দক্ষিণাঞ্চলীয় ম্যানোলাডা এলাকায় স্ট্রবেরি সংগ্রাহক ওই ২৮ জন তাদের ৬ মাসের বকেয়া বেতন দাবি করলে স্ট্রবেরি খামারের মালিক ও স্থানীয় কয়েকজন স্ট্রবেরি চাষী ২৮ বাংলাদেশী অভিবাসীকে গুলি করে। গুলিতে ৪ জন গুরুতর আহত হন। রায়ে ওই মালিকসহ মোট ২ জনকে অভিযোগ থেকে রেহাই দেয়া হয়। রায়ের খবরে আদালত প্রাঙ্গনে অপেক্ষারত বহু বাংলাদেশী অভিবাসী ভীষণভাবে মুষড়ে পড়েন। ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় অনেককে। ওই ২৮ জনের পক্ষে আইনি লড়াই লড়ছিলেন আইনজীবী মোইসিস কারাবেইয়িদিস। তিনি বলেন, গ্রিসের অধিবাসী হিসেবে আমি লজ্জিত বোধ করছি। তিনি বলেন, এ সিদ্ধান্ত নিষ্ঠুরতা ও কলঙ্কের। এদিকে এ ঘটনার পর অভিবাসীদের করুণ অবস্থা স্থানীয় গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচারিত হতে থাকে। অপ্রত্যাশিত এ রায়ে গ্রিসবাসীও বিস্মিত, ক্ষুব্ধ।
গ্রিসে ২৮ বাংলাদেশীর ওপর গুলিবর্ষণকারী খালাস
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...