দৈনিক বার্তা- উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইরাকি কিশোরদের মাথায় গুলি চালিয়ে হত্যা করে সেই ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে। লোমহর্ষক এ ভিডিওতে দেখা গেছে, গুলি করার পর হতাহত কিশোরদের ধরে ধরে নদীতে ফেলে দিচ্ছে তাকফিরি সন্ত্রাসীরা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজেদের ওয়েবসাইটে এ বর্বরোচিত হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে আইএসআইএল। ভিডিও দেখে ঠিক বোঝা যাচ্ছে না, এসব তরুণ ইরাকের সেনাবাহিনীর সদস্য নাকি বেসামরিক নাগরিক। তবে আইএসআইএল ওই ফুটেজে সেনাবাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যারা এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে তাদেরকে একই কায়দায় হত্যা করা হবে।
[youtube_video id=”kQvimWlW-T4″]