index২০১৫ বিশ্বকাপে খেলার স্বপ্নের কথা জানিয়ে, বিশ্বকাপের ছয় মাস আগেই অবসরের ঘোষণা দিলেন জ্যাক ক্যালিস
দৈনিক বার্তা কিছুদিন আগেও বলেছিলেন, আগামী বিশ্বকাপে খেলার স্বপ্নের কথা। নির্বাচকরাও ছিলেন তাকে দলে রাখার পক্ষে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জ্যাক ক্যালিস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্যালিসের বিদায়

বুধবার নিজের এমন সিদ্ধান্তের কথা জানান দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।

টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন গত ডিসেম্বরেই। কিন্তু রঙিন পোশাক গায়ে খেলার পরিকল্পনা ছিল আরো কিছুদিন। বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপ নিয়ে ক্যালিসের স্বপ্ন ছিল অনেক। কিন্তু চলতি মাসে শ্রীলঙ্কায় খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজ শেষে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের মনে হচ্ছে, স্বপ্নগুলো পূরণ করা কঠিন হয়ে যাবে।

কারণ সিরিজের তিন ওয়ানডে ম্যাচে ব্যাট করে মাত্র ৫ রান করতে পেরেছেন তিনি। আর ২-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার শিরোপা জেতা এই সিরিজে বোলিংই করা হয়নি তার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া লিগে আরো কিছুদিন টি-টোয়েন্টি খেলার ইচ্ছে আছে তার। অবসরে ঘোষণা দেয়ার সময়েই ক্যালিস বলেন, ‘সিডনি থান্ডারের সঙ্গে দুই বছরের চুক্তি রয়েছে। আর সম্ভব হলে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা ধরে রাখায় সহায়তা করব।’ সূত্র ক্রিকইনফো