34363_Ritik with Sujaneদৈনিক বার্তা: বলিউড তারকা হৃতিক রোশন ও তার স্ত্রী সুজানে রোশনের ১৩ বছরের বিবাহিত সম্পর্কের ইতি ঘটেছে গত ডিসেম্বর মাসে। তারপর থেকে এই বিষয়ে বিশেষ মুখ খোলেননি কেউই। অবশেষে ‘ব্যাঙ্গ ব্যাঙ্গ’ মুক্তির আগেই হৃতিককে ব্যাঙ্গ করে বসলেন সুজানে। ক্ষতিপূরণ হিসেবে সাবেক স্বামীর কাছে ৪০০ কোটি রুপি খোরপোষ দাবি করেছেন তিনি। এই বছর এপ্রিলে দুজনের সম্মতিতে ডিভোর্স ফাইল করেছেন রোশন দম্পতি। আগামী ৩১শে অক্টোবর ধার্য করা হয়েছে ডিভোর্সের শুনানির দিন। তাদের দুই সন্তান হৃহান ও হৃদানের আইনি অভিভাবকত্ব পেয়েছেন সুজানে। তবে বিচ্ছেদ ঘোষণার পরও দুই
সন্তানের কারণে হৃতিক-সুজানেকে একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। সুজানের পরিবারের সঙ্গেও খুবই ঘনিষ্ঠ হৃতিক। তার দুই ভাই বোন জায়েদ ও ফারহার সঙ্গে মাঝে মাঝেই সময় কাটান হৃতিক। দুজনেই এতদিন পর্যন্ত সন্তানদের কারণে তিক্ততা দুরে সরিয়ে রেখেছেন। তবে এই বিশাল অঙ্কের খোরপোষ দাবির পরও তিক্ততা চাপা থাকবে কি না তা নিয়ে সর্বত্র শুরু হয়েছে আলোচনা।