দৈনিক বার্তা, ঢাকা,৩০জুলাই : একশত টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৬তম ড্র আগামী ৩১ জুলাই ২০১৪ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকায় অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে৷
ঈদুল ফিতর উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুলাই তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে৷ ৩১ জুলাই অফিস খোলা থাকবে এবং ড্র-এর সাধারণ নিয়ম অনুযায়ী তিন মাস অনত্মর শেষ তারিখ অর্থাত্ ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কৰে ড্র অনুষ্ঠিত হবে৷ অর্থ মন্ত্রণালয়ের অভ্যনত্মরীণ সম্পদ বিভাগের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে৷
ঈদুল ফিতরের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ওই ছুটি ৩১ জুলাই পর্যনত্ম বর্ধিত হলে ‘ড্র’ অনুষ্ঠান ৩ আগস্ট (১ ও ২ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বিধায়) রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে৷ ঢাকা বিভাগীয় কমিশনার ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন৷
উল্লেখ্য, সিংগল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে থাকে৷ প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার ২টি, ৫০ হাজার টাকার ২টি এবং ১০ হাজার টাকার ৪০টি সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে৷ ড্র-এর পরদিন জাতীয় দৈনিক পত্রিকায় ড্র এর ফলাফল প্রকাশিত হবে৷