দৈনিক বার্তা- নোয়াখালী,৩০জুলাই : যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের বলেন আন্দোলনের নামে গাছ কাটা, রেল লাইন উপড়ে ফেলা ও বোমা মেরে মানুষ পুড়িয়ে মারা হলে এবং আন্দোলনের নামে সহিংস আন্দোলন হলে তার সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে সরকার৷ তিনি বুধবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে স্থাণীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতা-কমর্ীদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন৷ তিনি আরো বলেন,ঈদে মানুষ যে বাড়ী ফিরেছে ঠিক একই ভাবে কর্মস্থলে ফিরতে সড়ক বিভাগের লোকজন দিনরাত কাজ করে যাচ্ছে সেই সাথে সড়ক দূঘটনা ঠেকাতে বাস মালিক সমিতির নেতা-কমর্ীদের সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি৷
যোগাযোগ মন্ত্রী বলেন রাসত্মা খারাপ দেখলে মানুষ মনে করেন এর দায় ওবায়েদুল কাদেরের আর যোগাযোগ মন্ত্রীর তিনি বলেন সব রাসত্মায় কিনত্মু সড়ক বিভাগের নয় ৷ সড়ক বিভাগের রাসত্মা হচ্ছে ২১ হাজার কিলোমিটার আর এলজিইডির রাসত্মায় হচ্ছে আড়াই লৰ কিলোমিটার৷ ওবায়েদুল কাদের বলেন কেউ কেউ চেষ্টা করছে রাসত্মায় থেকে আন্দলনের ইসু খুজে পায় যায় কি না পায় কি না ,কিনত্ম রাসত্মা থেকে আন্দেলনের ইসু পাবে না৷
এদিকে,যোগাযোগ মন্ত্রী বুধবার সকালে গত ২৭ শে জুলাই দূর্বৃত্তদের হাতে নিহত জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য ও আনত্মজেলা বাস মালিক সমিতির সভাপতি ইউছুফ আলী সেলিম ওরপে নিশাত সেলিমের পরিবারকে দেখতে যান সেখানে তাদের সমবেদনা জানান ৷এসময় সেলিমে মেয়ে সহ নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ উপস্থিত ছিলেন৷
প্রসঙ্গত,২৭ শে জুলাই রবিবার দিবাগত রাত ৯টার দিকে নিজ গ্রামের বাড়ী লক্ষ্মীপুর জেলার তিতারকান্দি এলাকায় দুঃস্থদের মাঝে যাকাতের কাপড় বিতরণ শেষে মোটরসাইকেল যোগে নোয়াখালীর নিজের বাসভবনে ফেরার পথে নোয়াখালী জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামের বাঁশতলা এলাকায় দূবর্ৃত্তরা হামলা চালিয়ে তাকে জবাই করে হত্যা করে৷
এদিকে,মঙ্গলবার রাতে জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী৷এসময় তিনি বলেন, ‘দূর্ঘটনার জন্য সড়ক/রাসত্মা দায়ী নয়৷ দায়ী শেষ রাতে বেপরওয়া ড্রাইভিং, অদৰ্য চালক, হেলপার (সহকারী) দিয়ে গাড়ী চালানো৷ গাড়ী বেপরওয়া ড্রাইভিং করলে সড়ক ১০/১২ লেন করলেও কোন লাভ হবেনা৷