image_55240.hossain mohammad ershad6

দৈনিক বার্তা – ঢাকা,২৯জুলাই: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ পবিত্র ঈদুল ফিতরের দিনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বনানী কার্যালয়ে দুপুর ১টা পর্যনত্ম সর্বসত্মরের নেতা-কমর্ীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন৷ জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ আজ গুলশান আজাদ মসজিদে সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন৷নামাজ শেষে তিনি সকাল সাড়ে ১০টায় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ পার্টির বনানী কার্যালয়ে ঈদ আসেন৷

এ সময় দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, জিএম কাদের,কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসনে বাবলা এমপি, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন৷ এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায় জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুলশানের আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে তাঁর বনানীস্থ কার্যালয়ে উপস্থিত হন এবং দলীয় নেতা-কর্মী-সমর্থকসহ ও সর্বসত্মরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷  এ সময় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং পার্টির সিনিয়র নেতৃবৃন্দ তার সাথে ছিলেন ৷

নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এরশাদ৷ গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরশাদ৷জাতীয় পার্টির আগামী দিনের স্লোগান ১৫১ আসন৷এ স্লোগান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, বলেন এরশাদ৷ গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে রওশন এরশাদ বলেন, জাতিসংঘের কাছে আবেদন করা হয়েছিল যেন ঈদের দিন ইসরায়েল হামলা না চালায়৷ কিন্তু তারা তা করেনি৷ দেশের বিভিন্নস্থানে বন্যার্তদের সহযোগীতায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷