29072014

দৈনিক বার্তা- ঢাকা,২৯জুলাই : পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে মেঘলা আকাশ উদ্বিগ্নতা সৃষ্টি করেছিল৷ তবে গুড়িগুড়ি বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্বস্তিতেই ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলি্লরা৷ এছাড়াও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গুড়িগুড়ি বৃষ্টিতে স্বস্তিতেই নামাজ আদায় করেন সাধারণ মানুষ৷ দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নসহ মুসলিম উম্মার শান্তি কামনায় কোটি কোটি মানুষ দু’হাত তুলে প্রার্থনা করল৷ ঝরলো চোখের পানি৷ ফিলিস্তিনে ইসরায়লি বর্বরতার হাত থেকে গাজাবাসীর হেফাজত কামনাও করা হলো৷  এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মীয় ভাব-গাম্ভীযের্র মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উত্‍সব ঈদুল ফিতর৷মঙ্গলবার ভোর থেকেই ঈদগাহ ময়দান ও মসজিদের দিকে নামাজ আদায়ে ছুটে যান একমাস সিয়াম সাধনাকারী ধর্মপ্রাণ মানুষ৷ গুড়িগুড়ি বৃষ্টিতেই সকাল ৭টায় ঈদের জামাতে অংশ নেন শত শত মানুষ৷ 

এতে ইমামতি করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ আল বাকী৷ সকাল ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও প্রধান জামাত৷ ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান৷জাতীয় মসজিদে পাঁচ দফায় হয় ঈদের জামাত৷ সকাল ৯টা ও ১০টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এরপর ১১ টায়৷  এদিকে ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়৷ এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন৷ রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি,মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সাধারণ মানুষ এতে অংশ নেন৷ এখানে মুসলিম উম্মাহর শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়৷ 

সোমবার রমজানের শেষ সন্ধ্যায় পশ্চিম আকাশে এক ফালি চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বয়ে গেল আনন্দের ফোয়ারা৷ ঈদের সকালে সেই আনন্দে ঈদগাহে ঈদগাহে নামাজ আদায় শেষে প্রার্থনা করল দেশ-জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনায়৷ চোখের পানি বিসর্জন দিয়ে পরম করুনাময়ের রহমত কামনা করা হলো৷ এদিকে, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলি্লরা ঈদগাহে যাওয়া শুরু করেন৷ ঈদগাহ ছাড়াও রাজধানী ঢাকার পাড়া-মহল্লায় মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়৷ 

এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে৷ 

জাতীয় ঈদগাহে নামাজ শেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার প্রার্থনা ছাড়াও উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়৷ বিশেষ করে ফিলিস্তিনের গাজায় নারী-শিশুর হেফাজত কামনা করে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়৷ শোলাকিয়ায় বৃহত্তম ঈদ জামাতে ফিলিস্তিনে ইহুদিদের নির্মমতার হাত থেকে নিরাপরাধ শিশুদের রক্ষায় প্রার্থনা করা হয়৷  বিভাগীয় শহরগুলোতে ঈদের প্রধান প্রধান জামাত থেকে প্রার্থনা করা হয় বিশ্ববাসীর শান্তি কামনায়৷২৯ রোজা শেষে এবার ঈদ উদযাপিত হচ্ছে৷ সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে সোমবারই ঈদ পালিত হয়েছে, এর সঙ্গে মিল রেখে বাংলাদেশেও কয়েকটি জেলার গ্রামে ঈদ পালন করা হয়৷  পবিত্র এ দিনটি ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়৷ এ ঈদ সাম্যের, ঐক্যের৷ শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পরপরই ঘরে ঘরে শুরু হয় মিষ্টান্ন, পিঠা-পায়েস,সেমাই বানানোর ধুম৷ হাসপাতাল, কারাগার, এতিমখানা, বৃদ্ধাশ্রম, শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে৷ 

ঈদের দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷ গণভবনে শুভেচছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করেছেন৷  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ৷বাণীতে তারা ঈদের শুভেচছা জানানোর পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনা এবং ঈদের শিক্ষা থেকে জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন৷ 

ঈদ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা, ঈদ মোবারক খচিত পতাকা দিয়ে সড়ক দ্বীপগুলোর শোভাবর্ধন করা হয়েছে৷মুসলমানদের প্রধান ধর্মীয় উত্‍সব ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷  এক মাস সিয়াম সাধনার পর মুসলিম নারী-পুরুষের এ মিলন মেলায় অংশ নিয়েছেন সব বয়সের মানুষ৷ সকাল থেকে হাল্কা হাল্কা বৃষ্টি হলেও ঈদের জামাতে মুসলি্লদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীবাসী জাতীয় ঈদগাহ, জাতীয় মসজিদ ও মহল্লার মসজিদে যথা সময়েই ঈদের নামাজ আদায় করেছেন৷রাজধানীতে কোথায়ও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন যথেষ্ট সক্রিয়৷ প্রতিটি ঈদগাহেই শান্তি ও সমপ্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে৷ 

API