দৈনিক বার্তা-ঢাকা, ২৯জুলাই : বছর ঘুরে এল খুশির ঈদ৷ আর এই আনন্দে যখন সারা দেশ ভাসছে,তখন চোখের জলে ঈদ উদযাপন করেছেন বরিশাল পটুয়াখালী ও ফেনীর সোনাগাজী উপজেলার নদী উপকূলীয় অঞ্চলের জনগণ৷এসব এলাকার শত শত গ্রামের মানুষ এবং পরিবারের ঈদ উত্সব অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে৷ এখন প্রতিদিন দুইদফা জোয়ারে ভাসছে বাড়ি-ঘর৷ এসব মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছেন৷ বিপদাপন্ন, বিধ্বসত্ম মানুষগুলোর অধিকাংশের রাতদিন কাটছে উচু চৌকির উপরে৷ ঘর-বাড়ি ছেড়েছে অনত্মত হাজার হাজার পরিবার৷ ঈদ তো দুরের কথা রোজার মাসটি কেটেছে বর্ননাহীন সঙ্কটে৷ এসব পরিবারের হাজার হাজার মানুষের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে জোয়ারের তান্ডব৷ সর্বত্র পানিতে থৈ থৈ করছে৷ ভাটায় কিছু পানি নামলেও জোয়ারে ফের ডুবে একাকার হয়ে যায়৷
ফেনী: বড় ফেনী নদীর অব্যাহত ভাঙ্গনে উপজেলার চর চান্দিয়া,চর দরবেশ ও সদর ইউনিয়নের ১৪/১৫টি গ্রামের হাজার হাজার একর ফসলী জমি, রাস্তাঘাট, স্কুল,মাদ্রাসা,আশ্রয় কেন্দ্র, মন্দির, মসজিদ, শত শত ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে৷ এতে সর্বশান্ত হয়েছেন পড়েছন এসব এলাকার দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হাজারো মানুষ৷ বিশেষ করে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চর চান্দিয়া, দক্ষিণ চর চান্দিয়া, সদর ইউনিয়নের চর খোন্দকার, চর খোয়াজ, থাক খোয়াজের লামছি, চর দরবেশ ইউনিয়নের মৌল্লার চর, চর আবদুল্লাহ, পশ্চিম আদর্শ গ্রামসহ ১০/১৫টি গ্রামে এ ভাঙ্গন প্রকট আকার দেখা দিয়েছে৷
ভোলা: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ ভোলার দৌলতখানের ১১ জেলের সন্ধান ১৫ দিনেও মেলেনি৷এসব পরিবারে দেখা দিয়েছে চরম হতাশা আর আতংক৷চর খলিফা ও সৈয়দপুরসহ বিভিন্ন গ্রামের নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা ঈদের হাসি-আনন্দের পরিবর্তে কান্না আর শোকের সাগরে ভাসছে৷ সাগরে নিখোঁজ রাসেলের স্ত্রী বিলকিস বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, তার আত্মীয়-স্বজন বলতে কেউ নেই শুধু স্বামী ছাড়া৷ কিন্তু স্বামীকে ছাড়া দেড় বছরের সন্তানকে নিয়ে ভবিষ্যতের চিন্তায় তিনি অস্থির৷ ঈদের আগেই তার স্বামীর বাড়ি ফেরার কথা ছিলো৷
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, নিখোঁজ জেলেদের প্রত্যেকের পরিবারকে উপজেলা পরিষদ থেকে ৫ হাজার টাকা ও এক বস্তা করে চাল দেওয়া হয়েছে৷ এছাড়া সরকারিভাবে তাদের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে, এখনও বরাদ্দ আসেনি, আসলে তা বিতরণ করা হবে৷ তিনি আরো বলেন, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে৷ তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন৷ এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ েেজানের জোনাল কমান্ডার নজরুল ইসলাম মিনা জানান, কোস্টগাডের্র বেশ কিছু টিম নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরের সোনার চর ও শিবচর এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ধান করছে, কিন্তু এখনো পর্যন্ত কোন জেলের সন্ধান মেলেনি৷