দৈনিক বার্তা – ঢাকা,২৯জুলাই : ঈদের সকালে নোয়াখালী, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও ভোলায় পাঁচটি দুর্ঘটনায় ২১জনের মৃতু্য হয়েছে৷ নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াস শরিফ জানান,ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে একটি বাস মঙ্গলবার ভোরে সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের বারকোট এলাকায় দুর্ঘটনায় পড়লে ছয় জনের মৃতু্য হয়৷ সকালে সাড়ে ৬টার দিকে ভোলার চরফ্যাশনে আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিন জনের মৃতু্য হয় বলে চরফ্যাশন থানার এস আই সাইফুল ইসলাম জানান৷
কাছাকাছি সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় একটি প্রাইভেট কার দুর্ঘটনায় পড়ে৷ এতে চার আরোহীর মৃতু্য হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান৷আর ফরিদপুরের ভাঙা উপজেলার মালিগ্রাম ও চুমুরদি এলাকায় দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন পাঁচজন৷
আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর: নোয়াখালী প্রতিনিধি: রামগঞ্জ-সোনাইমুড়ী-চট্টগ্রাম সড়কের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ পূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে “বলাকা সার্ভিসের” একটি যাত্রীবাহী বাস খালে পড়ে দুই শিশু ও এক নারীসহ অনত্মত ৮জন নিহত হয়েছে৷ ঘটনায় আহত হয়েছে অনত্মত ২০ জন৷ সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে৷ নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সেলিনা আক্তার, কোহিনুর বেগম, আবু তাহেরসহ ৮জন৷ ওই বাসের সকল যাত্রী চট্টগ্রাম থেকে ঈদ উদযাপনের উদ্দেশ্যে বাড়ী ফিরছিলেন৷
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চট্টগ্রাম থেকে রামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘বলাকা সার্ভিসের” একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব-১৪৩১৫২) সোনাইমুড়ী উপজেলার জয়াগ পূর্ব বাজারে পেঁৗছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালের মধ্যে পড়ে যায়৷ এসময় বাসটি সকল যাত্রী নিয়ে খালের মধ্যে ডুবে যায়৷ পরে স্থানীয় মসজিদের মাইক গুলোতে দূর্ঘটনার খবর ঘোষণা করলে স্থানীয় লোকজন উদ্ধারের জন্য দ্রম্নত ছুঁটে আসে৷পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পেঁৗছে ৮জনের মৃতদেহ উদ্ধার করেছে৷
দূর্ঘটনাকবল গাড়ীটির পিছনে থাকা বলাকা সার্ভিসের অপর একটি গাড়ীর চালক আলম জানান, দূর্ঘটনার শিকার গাড়ীটির নাম্বার ঢাকা মেট্টো ব-১৪৩১৫২ যার চালক কবির হোসেন৷ গাড়ীটি ৪০ সিটের এবং যাত্রীপূর্ণ ছিল৷ ঘটনাস্থল থেকে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ ৮জন যাত্রীর মৃতদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন৷ সকাল ৯টায় সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে৷ তবে, বাসের ভিতরে আর কোন মৃতদেহ পাওয়া যায়নি৷ এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, ভোর থেকে বাসটি থেকে অনেকগুলো মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারের পর-পরই নিহতদের স্বজনরা তাদের মৃতদেহ গুলো নিয়ে গেছে৷
ফরিদপুর:ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই আবদুল্লাহ জানান, ঈদের দিন সকালে উপজেলার মালিগ্রাম ও চুমুরদি এলাকায় দুটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে৷সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন৷ মাইক্রোবাসের তিন আরোহীকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন৷নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে৷ তিনি ওই গাড়ির চালক আল আমিন (২২)৷ তার বাড়ি গোপালগঞ্জে৷এর আধা ঘন্টা আগে ঢাকা-খুলনা মহাসড়কের মালিগ্রাম এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে৷ এস আই আবদুল্লাহ জানান, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত ও চারজন আহত হন৷ এ ঘটনায় নিহত জাহেদুলের (২৮) বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়৷ আহতদের ফরিদপর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ভোলা: চরফ্যাশন থানার এস আই সাইফুল জানান, চট্টগ্রাম থেকে চরফ্যাশনে আসার পথে ভোলা ট্রান্সপোর্টের একটি গাড়ি ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনায় পড়ে৷ যাত্রীবাহী বাসটি চরফ্যাশনের কর্তারহাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়৷ এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অন্তত ২৫ জন আহত জন৷নিহতদের মধ্যে একজনের নাম সালাউদ্দিন৷ তাত্ক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি৷নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে বলে এস আই সাইফুল জানান৷
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, ভোর সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার দিকে যাওয়ার পথে কালো রঙের একটি প্রাইভেট কার জালকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷ এতে ঘটনাস্থলেই গাড়ির আরোহী সুমন, পিন্টু, সালাম ও আবদুল্লাহর মৃতু্য হয়৷তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান আনিছ৷ অন্যদিকে, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের সিদ্ধিরগঞ্জের জালপুরি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন৷সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন৷
কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মানদীতে একটি ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে৷ এতে কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছে৷ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বৈরাগির চরেরপাশর্্ববর্তী এলাকায় নদীতে এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনা কবলিত নৌকা থেকে তীরে উঠে আসা মাঝি ও অন্য যাত্রীরা জানান, উপজেলার বৈরাগির চরের পাশর্্ববর্তী এক গ্রামের ২১/২২ জন ইঞ্জিন চালিত নৌকায় করে ওই চরে ঘুরতে যায়৷ সেখান থেকে ফেরার পথে বিকেলে স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি৷এসময় ৬/৭ জন যাত্রী সাঁতার কেটে তীরে ফিরে আসে৷ বাকিরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজরয়েছে৷উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন৷
সিলেট: খেলার সময় পুকুরে ডুবে নিশাত আঞ্জুম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃতু্য হয়েছে৷ মঙ্গলবার বেলা ১২ টায় সিলেট সদর উপজেলার জালালাবাদে এ ঘটনা ঘটে৷ নিহত শিশু সোনাতলা মইয়ারচর গ্রামের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের মেয়ে৷জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১ টায় শিশুটিকে পানি থেকে উদ্ধার করা হয়৷