অপহরণ-kidnapping

দৈনিক বার্তা-বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত দুই কলেজ ছাত্রসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ৷ এসময় অপহরণকারিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ শহরতলীর ফুলতলা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছিলো৷ 

অপহৃতরা হলো শাজাহানপুর উপজেলার ফুলদিঘী এলাকায় অবস্থিত মিলিনিয়াম স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র সদর উপজেলার কৈচরের আইনাল হকের ছেলে এমরান হোসেন (১৮) ও কামারগাড়ীর হাফিজার রহমানের ছেলে হাসিবুল হাসান (১৮) এবং তাদের বন্ধু নিশিন্দারা এলাকার আব্দুল হামিদের ছেলে সোহাগ (১৮)৷ অপহরণকারি চক্রের মধ্য গ্রেপ্তারকৃত মোহাম্মদ স্মরণ (২৬) শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়ার রফিক কামাল দুলুর ছেলে৷ 

বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, শনিবার রাত ৮টার দিকে দুই ছাত্র ও তাদের এক বন্ধু শহরতলীর ফুলতলা এলাকায় যায়৷ ওই এলাকার ৫জন যুবক তাদের আটক করে নাম পরিচয় জানতে চায়৷ এক পর্যায়ে তাদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার করে টাকা চাওয়া হয়৷ অপহৃতদের পরিবার থেকে বিষয়টি পুলিশকে অবহিত করলে তাদের উদ্ধারের তত্‍পরতা শুরু হয়৷ এক পর্যায়ে রাত ১১টার দিকে ওই তিনজনকে উদ্ধার এবং স্মরণ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃত স্মরণ পুলিশি জিজ্ঞাসাবাদে তার সহযোগি ৪জনের নাম পরিচয় জানিয়েছে৷ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও এসপি জানান৷