bangladesh banks

দৈনিক বার্তা , ঢাকা : দেখতে দেখতে চলে এলো ঈদ৷ রোববার ছিল শেষ কর্মদিবস৷ সোমবার থেকে সরকারি- বেসরকারি সব প্রতিষ্ঠান ছুটি হচ্ছে৷এদিকে, রোববার ব্যাংকগুলোতেও লেনদেন হয়েছে ঈদের আগে শেষ কর্মদিবস হিসেবে৷ নগদ টাকার জন্য ব্যাংকে গ্রাহকদের লাইন ছিল অনেক দীর্ঘই৷তারপরও মুদ্রাবাজারে নগদ টাকার কোনো টানাটানি (চাহিদা) নেই৷ সে কারণে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে টাকা খাটিয়ে লাভ হচ্ছে না ব্যাংকগুলোর৷ঈদের আগে নগদ টাকার চাহিদা মেটাতে স্বল্প সময়ের জন্য ধার বা কলমানি সুদের কারবার এবার একেবারেই নিরুত্তাপ৷ সোয়া আট টাকায় লেনদেন হয়েছে এই বিশেষ মার্কেটে৷ 

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, পর্যাপ্ত তারল্য প্রবাহ থাকায় ব্যাংকগুলোকে আর জরুরি ভিত্তিতে কোনো টাকা ধার করতে হচ্ছে না৷ তাই, কলমানি মার্কেটে সুদহার স্থিতিশীল ছিল৷ এদিনে লেনদেন হয়েছে সোয়া আট শতাংশ সুদ হারে৷  জানতে চাইলে গভর্নর ড. আতিউর রহমান বলেন, ব্যাংকগুলোতে কোনো তারল্য সংকট নেই৷ সবার হাতেই পর্যাপ্ত টাকা রয়েছে৷ তাই, আন্তঃব্যাংক লেনদেন বাজার স্থিতিশীল৷ সুদহার ব্যাপক বাড়েনি৷ 

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে, গত ১৭ জুলাই লেনদেনে সুদের হার ছিল ৭ টাকা ২৫ পয়সা৷ একই হারে লেনদেন হয়েছে ২২ জুলাই পর্যন্ত৷ ২৩ জুলাই কিছুটা বেড়ে দাঁড়ায় ৮ শতাংশ৷ এরপর আর খুব একটা বাড়েনি৷রোববার প্রায় ৬ হাজার ৪৭৯ কোটি টাকা লেনদেন হয়েছে৷  জানা গেছে, বিনিয়োগ না থাকায় ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ বেড়েই চলেছে৷ বর্তমানে ব্যাংকিং খাতের এক লাখ কোটি টাকার বেশি অতিরিক্ত তারল্য হিসেবে রয়েছে৷ এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলতি মাসেই ব্যাংকের প্রধান নির্বাহীদের ডেকে ঋণ প্রবাহ বাড়াতে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক৷  যদি ঘোষিত মুদ্রানীতিতে অনেকটা কৌশলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ টেনে ধরা হয়েছে৷এদিকে, কলমানি মার্কেট থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক রোববার ধার করেছে ১৩০ কোটি টাকা৷ আর জনতা ব্যাংক করেছে ৯৭ কোটি টাকা৷  বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক এশিয়া ১৮২ কোটি, ব্র্যাক ব্যাংক ২০৮কোটি এবং এনসিসি ব্যাংক সর্বোচ্চ ৪৩২ কোটি টাকা ধার করেছে৷এছাড়া ওয়ান ব্যাংক ২৯৫ কোটি, পূবালী ব্যাংক ২৬৭ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪০৪ কোটি টাকা ও সিটি ব্যাংক ৩৬৬ কোটি টাকা ধার করেছে৷