eidদৈনিক বার্তা ,ঢাকা,২৭জুলাই: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে৷বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন ঈদের নামাজে ইমামতি করবেন৷ বিকল্প হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ৷ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়৷

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে দেশে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে৷ এ ঈদের জামাতে ঈমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন৷ বিকল্প ইমাম হিসেবে থাকছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ৷ এর মধ্যে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা ও নামাজে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে৷

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে মাঠে পর্দা দিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে৷ এখানে একসঙ্গে ৫ হাজার মহিলা নামাজ আদায় করতে পারবেন৷

এছাড়া বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে৷ প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়৷ এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী৷দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়৷ এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের অপর পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহজমান৷

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে৷ এ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালীয়ুর রহমান খান৷চতুর্থ জামাত হবে সকাল ১০টায়৷ এতে ইমাম হিসেবে থাকছেন ইস্ট লন্ডন জামে মসজিদের সাবেক খতিব ড. মাওলানা আব্দুল কাইয়ুম আল আযহারী৷

এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১১টায়৷ এতে ইমাম হিসেবে জামাত পরিচালনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী৷

এছাড়া ৫টি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মাওলানা মুহাম্মদ আবদুস সালাম৷এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে৷