দৈনিক বার্তা , ঢাকা: প্রতিবারের মতো এবারও ঈদের দিন সকাল থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷ এবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হচ্ছে এই আয়োজন৷তার মিডিয়া উইং কর্মকর্তারা জানান, ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত দলের নেতা-কর্মী, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি৷
এরপর অর্থাত্ দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত যথারীতি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা৷খালেদা জিয়ার এই অনুষ্ঠানের দাওয়াতপত্র রমজান মাসের শুরুর দিকেই অতিথিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে মিডিয়া উইং থেকে জানানো হয়েছে৷
গত বছর ঈদুল ফিতরেও শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানের এই সূচিটিই ছিল৷ কিন্তু খালেদার সঙ্গে দেখা করতে সেখানে অনেক সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীরা হাজির হন৷আর সেটি জানতে পেরে খালেদা অনুষ্ঠানের সময় কিছুটা বাড়িয়ে দেন এবং সবাইকে হলের ভেতরে ঢোকার অনুমতিও দেন৷
শুভেচ্ছা বিনিময় শেষে পরবর্তীতে তিনি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মোনাজাত করবেন৷ চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন৷বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় সূত্র জানায়, ঈদের দিন সকালে খালেদা জিয়া তার গুলশান বাসভবনে আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন৷ যদিও দীর্ঘদিন ধরে তার দুই ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সহ পরিবারের সবাই দেশের বাইরে অবস্থান করছেন৷