FENCIDIL PHOTO 02

দৈনিক বার্তা :রাজশাহী-রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর এলাকায় গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ ২জনকে আটক করেছে৷ আটককৃতরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার দহরপাড়া গ্রামের খাদেম আলীর ছেলে শাহিন হাওলাদার (৩০) এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এখলাছপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহন (২৮)৷ আটককৃত মাইক্রোবাস নং ঢাকা মেট্রো গ-১১-২৮০২৷ বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবাইদা খান জানান, আটককৃত শাহিন ও মোহন দীর্ঘদিন ধরে মাইক্রোবাসযোগে বাগমারার ভবানীগঞ্জ, শিকদারী, তাহেরপুর, মোহনগঞ্জ, মচমইল এবং পাশর্্ববতর্ী দূর্গাপুর ও মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো৷ গতকাল শুক্রবার ১০ টার দিকে তারা ভবানীগঞ্জ পৌর এলাকার মধ্যে প্রবেশ করলে পুলিশ তা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে৷ এরপর থানার এসআই আরিফ ও আব্দুল গনির নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের চেষ্টা করা হলে তারাসেখান থেকে দ্রম্নত তাহেরপুর পৌর এলাকার দিকে পালিয়ে যায়৷ পুলিশও তাদের পিছু নেয়৷ এক পর্যায়ে তাহেরপুর পৌর এলাকার জামলই এলাকায় মাইক্রোবাস রেখে শাহিন ও মোহন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের হাতেনাথে আটক করতে সৰম হয়৷ এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে৷