জেলা যুবলীগ নেতা গোলাম হাফিজ লিখন
জেলা যুবলীগ নেতা গোলাম হাফিজ লিখন

দৈনিক বার্তা , বগুড়া প্রতিনিধি ঃ বৃহস্পতিবার বগুড়া শাজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকার পাড়ায় প্রতিক্ষের ছুরিকাঘাতে নিহত জেলা যুবলীগ নেতা গোলাম হাফিজ লিখন নিহতের ঘটনায় মামলা হয়েছে৷ শনিবার বিকেলে নিহতের স্ত্রী হাসিনা হাফিজ হীরা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন৷ মামলায় নামীয় ২৪জন এবং অজ্ঞাত ১২জন সহ মোট ৩৬জনকে আসামী করা হয়েছে৷ হুকুমের আসামী করা হয়েছে যুবক হাউজিংয়ের সাবেক কর্মকর্তা শাহানারা বেগম মুক্তিকে৷ এ মামলার প্রধান আসামী করা হয়েছে একই এলাকার বেলায়েত হোসেনের ছেলে রিগান সহ তার আপন ২ভাই সোহেল রানা ও মাহমুদুল হাসান৷ এছাড়াও রয়েছে আসফিয়া বেগম, বিডিআর সাগর৷ মামলায় ইতিমধ্যে ৪জনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ৷

মামলা সূত্রে জানাযায়, নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত লিখনের শ্বশুর বাড়িতে হামলা চালায় আমাসীরা৷ প্রথমে লিখনের স্ত্রীর বড় ভাই মিলুকে আহত করে তার মোটর সাইকেলে অগি্ন সংযোগ করে এবং সন্ধ্যায় শ্বশুর বাড়িতে হামলা চালিয়ে অগি্ন সংযোগ এবং লুটপাট করে৷ যুবক হাউজিংয়ের সাবেক কর্মকর্তা শাহানারা বেগম মুক্তির হুকুমে রাতে লিখনকে ছুরিকাঘাত করে হত্যা করে আসামীরা, এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিতেও অগি্ন সংযোগ করা হয়৷  শাজাহানপুর থানার পরিদর্শক (সার্বিক) আব্দুল মান্নান জানান, মামলা হয়েছে এবং পুলিশ এজাহার নামীয় ৪আসামী সোহেল রানা ও তার ভাই মাহমুদুল হাসান, আসফিয়া এবং বিডিআর সাগরকে গ্রেফতার করেছে৷ অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে৷