দৈনিক বার্তা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সরকার কোনো গোপন কাজ করে না। গোপনে কাজ করে জঙ্গি ও সন্ত্রাসীরা।’ আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। জেলা প্রশাসকদের (ডিসি) হাতে পত্রিকা বন্ধের ক্ষমতা দিয়ে আইন পাসের বিষয়টি ‘গোপনে’ সংঘটিত হ”েছ তথ্য মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে- গতকাল গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে আবারো জোর দিয়ে বলেছেন, ডিসিদের হাতে পত্রিকা বন্ধের ক্ষমতা দিয়ে আইন পাসের কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি বলেন, ‘সরকার তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। কর্মে তার প্রতিফলন ঘটাতে আমরা বদ্ধ পরিকর।’ প্রকাশিত সংবাদের তথ্য সঠিক নয় দাবি করে ইনু বলেন, তার মন্ত্রণালয় এমন কোনো উদ্যোগে সম্পৃক্ত নয়। পুরো বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি নিরসনে মন্ত্রী একটি লিখিত বক্তব্যও পড়ে শোনান সাংবাদিকদের।