এমএইচ১৭ বিমানের ব্ল্যাকবক্স ব্রিটেনে পৌঁছেছে
এমএইচ১৭ বিমানের ব্ল্যাকবক্স ব্রিটেনে পৌঁছেছে

দৈনিক বার্তা:  মালয়েশিয়ান এয়ারলাইন্সের ৭৭৭ এমএইচ১৭ বিমানটির ব্ল্যাকবক্স দুটি বুধবার ব্রিটেনে পৌঁছেছে। ব্রিটেনের হ্যাম্পশায়ারের ফার্নবোরাগে অবস্থিত দেশটির বিমান দুর্ঘটনাসম্পর্কিত তদন্ত শাখার সদর দফতরে আজ এগুলো হস্তান্তর করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের অনুরোধে ব্রিটিশ তদন্তকারীরা ব্ল্যাকবক্সের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করবে। খবর বিবিসি অনলাইনের:

বিমান দুর্ঘটনা তদন্তে ব্রিটিশ বিশেষজ্ঞরা এমএইচ১৭-এর ব্ল্যাকবক্স থেকে তথ্য ডাউনলোড করার চেষ্টা করে পরবর্তীতে এগুলো বিশ্লেষণ করবে। এমএইচ ১৭ দুর্ঘটনা তদন্তে নেতৃত্ব দেওয়া নেদারল্যান্ডস কর্তৃপক্ষের অনুরোধে এমনটি করা হবে। উল্লেখ্য, এমএইচ ১৭ বিমান দুর্ঘটনায় নিহত ২৯৮ জনের মধ্যে ১৯৩ জনই নেদারল্যান্ডসের নাগরিক।