দৈনিক বার্তা: সাকিব আল হাসানের শাস্তি পুনঃবিবেচনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামালের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ইফতার সন্ধ্যায় তিনি এমনই ইঙ্গিত দেন। নাজমুল হাসান বলেন, ‘সাকিব যে চিঠিটি বোর্ডকে দিয়েছে, তার ভাষাটা আমাদের খুব ভাল লেগেছে। আর তার শাস্তি ঘোষণার পরই তার মধ্যে আমরা বেশ পরিবর্তনও দেখেছি। তবে আমার এককভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকলেও তা নিচ্ছি না। কারণ বোর্ড সভায় আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি চাই পুনঃবিবেচনার সিদ্ধান্তটাও বোর্ড সভায় আলোচনার পর নিতে। তবে এখনই না, বোর্ড সভা হবে ঈদের পর।’ অন্যদিকে পুনঃবিবেচনায় সাকিব আল হাসানের শাস্তি কতটা কমতে পারে এই বিষয়ে তিনি কোন কিছুই বলতে রাজি হননি। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু ঈদের পরই তার বিষয়ে সিদ্ধান্ত হবে, তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার থাকার সম্ভাবনা একেবারেই কম। সেই হিসেবে অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে তাকে দলে ফিরতে দেখা যেতে পারে। অন্যদিকে আইসিসির সভাপতি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের কথা হয়েছে। আমি এসব কিছু এখনই বলতে চাই না। তবে আমি আশা করি সময়ই মতো সবই ঠিক হয়ে যাবে।’
গত ৭ই মার্চ সাকিব আল হাসানকে ৬ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে আগামী দেড় বছর দেশের বাইরে কোন ধরনের টুর্নামেন্টে খেলতে অনাপত্তি সার্টিফিকেটও পাবেন না সাকিব আল হাসান। তবে শাস্তি পুনঃবিবেচনায় দেশের হয়ে খেলার বিষয়ে সাজা কমলেও দেশের বাইরে টুর্নামেন্ট অংশ নেয়ার বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নেয়া হবে না বলেও ইঙ্গিত পাওয়া গেছে। এখানে উল্লেখ্য, ক্রমাগত নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে সাকিব এই ধরনের শাস্তির মুখোমুখি হয়।