image_147309দৈনিক বার্তা: ঢাকা-বরিশাল রুটে পরিবহন মালিকদের ডাকে আজ সোমবার ভোর ছয়টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।

গত ১১ জুলাই বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে হানিফ পরিবহনের বাসচাপায় ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৬০ হাজার এবং আহতদের ২৫ হাজার টাকা করে তিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়। তিপূরণের চেয়ে এই অঙ্ক অনেক বেশি উল্লেখ করে গতকাল রবিবার ঢাকার গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এক জরুরি সভায় ধর্মঘটের ঘোষণা দেয়। ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নও এই ধর্মঘটে সমর্থন দিয়েছে।

ঈদের আগে বাস ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রীদের দুর্বোগ পোহাতে হচ্ছে।