দৈনিক বার্তা: আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে প্রায় দুই হালি চলচ্চিত্র। এগুলোর মধ্যে রয়েছে দুটি বিগ বাজেটের চলচ্চিত্র। একটি শাকিব খান প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘হিরো দ্য সুপারস্টার’। অন্যটি অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম টু’। এই দুই চলচ্চিত্রের মধ্যে চলবে দুই নায়কের সফলতার লড়াই। কে সফল হবেন তা এখনি বলা যাচ্ছে না। তবে শাকিব ও অনন্ত উভয়ই চেষ্টা করেছেন নিজেদের সেরাটা দেয়ার। ‘হিরো দ্য সুপারস্টার’ চলচ্চিত্রের পরিচালক বদিউল আলম খোকন। বিগ বাজেটের এ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ববি। এবারই প্রথম এই তিন তারকাকে এক ফ্রেমে পাওয়া যাবে। এছাড়াও আছেন উজ্জ্বল, নূতন, আলীরাজ, মিশা সওদাগর, ইলিয়াস কোবরা প্রমুখ। যেহেতু এটি শাকিবের প্রযোজনায় প্রথম চলচ্চিত্র তাই এই ঢালিউড সুপারস্টার দর্শকদের মুগ্ধ করতে ছবিটির চিত্রায়ন করেছেন থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়ায়।
শাকিব খান বলেন, ‘এটি আমার প্রযোজনায় প্রথম চলচ্চিত্র। বড় বাজেট ও বড় পরিসরের চলচ্চিত্র। দৃশ্যায়নের জন্য ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক অ্যালেক্সা ক্যামেরা। প্রোডাকশনের কাজ হয়েছে থাইল্যান্ডে। আশা করি, এবারের ঈদের সেরা ছবি হবে এটি।’ শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পরিবেশনায় মুক্তি পাচ্ছে ‘হিরো দ্য সুপারস্টার’। এই ছবিতে গান রয়েছে মোট পাঁচটি। এগুলোর কথা লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আলী আকরাম শুভ ও শওকত আলী ইমন। গান গেয়েছেন এসআই টুটুল, আসিফ, রমা, রূপম, মিমি, মুন, পলাশ ও পুলক। এদিকে ঢালিউডের আলোচিত জুটি অনন্ত-বর্ষা জুটি গেল বছরের মতো এবারও দর্শকদের সিনেমা হলে ওয়েলকাম জানাতে প্রস্তুত তাদের সেরা কাজটি দেখার জন্য। বছরজুড়ে তারা নির্মাণ করেছেন ‘মোস্ট ওয়েলকাম টু’। অনন্ত জলিল বলেন, ‘ছবিটা অনেক বৈচিত্র্যপূর্ণ। এখানে অ্যাকশন, রোমান্স, ইমোশন সবকিছু পুরোপুরি ডিফারেন্ট। ছবিতে দর্শকেরা সুপার স্লো মোশন ও থ্রিডি অ্যানিমেশন গান পাবেন। এছাড়া রয়েছে আরও নানা চমক। এ ছবির মাধ্যমে আমি বাংলাদেশকে বিশ্বের দরবারে হাইলাইট করেছি এবং ছবিতে দেশের জন্য বিভিন্ন মেসেজ রয়েছে।’ এই চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কারকে কেন্দ্র করে।
বাংলাদেশের একজন বিজ্ঞানী ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করার পর আন্তর্জাতিক অপরাধ চক্রের টার্গেট হয়ে দাঁড়ান। এতে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। অনন্তকে দেখা যাবে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার ভূমিকায়। মূল খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অনন্ত ও অনন্য মামুন। একদিকে শাকিব অপু ও ববি অন্যদিকে অনন্ত-বর্ষা জুটি। ঈদে কোন চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করবে তা সময়ই বলে দেবে। শুধু আপাতত এইটুকু বলা যায় যে, দুই নায়কের লড়াইয়ে ঈদে দর্শকরা প্রতিযোগিতামূলক দুটি সেরা চলচ্চিত্রই উপভোগ করতে পারবেন।