দৈনিক বার্তা: সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। বিষাদ যেন ছুঁয়ে ছিল শালবন বেষ্টিত গাজীপুরের নুহাশ পল্লী। ওই পল্লীর প্রকৃতি যেন বিষণ্ন। ভেতরে সুনসান নীরবতা। আর এর মাঝেই নিজ হাতে গড়া পল্লীর লিচু তলায় চিরনিদ্রায় শায়িত আছেন জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ। গতকাল নন্দিত এই সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই নীরবতা ভেঙে এখানে হয়েছে কোরআনখানি। সকাল থেকে আশপাশের কয়েকটি মাদরাসা ও এতিমখানার ছাত্ররা কোরআন তেলাওয়াতে অংশ নেয়। হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দু’সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে নন্দিত সাহিত্যিকের কবরে শ্রদ্ধা জানান। এরপর হাত তুলে মোনাজাত করেন। কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, যেদিন হুমায়ূন আহমেদ মারা গেছেন সেদিন ২০১২ সালের ১৯শে জুলাই, আমার কাছে প্রতিটি দিন ১৯শে জুলাইয়ের মতো। গত দু’বছর অনেক কিছু বদলে গেছে। আমিও হয়তো ভাল থাকার ভান করতে শিখেছি। কিন্তু প্রতিটি দিন আমার কাছে একই রকম। আমি যখনি নুহাশ পল্লীতে আসি তখনি এভাবে কবর জিয়ারত করি। পার্থক্য শুধু এতটুকুই যে, ১৯শে জুলাই মিডিয়া থাকে। অন্য দিনগুলোতে থাকে না। এসময় আবেগে আপ্লুত হয়ে তিনি সংবাদকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমার খুব অনুরোধ আপনারা হুমায়ূন আহমেদকে মৃত্যু দিবস ১৯শে জুলাই আর জন্মদিবস ১৩ই নভেম্বরে আবদ্ধ রেখে সিজনাল বানিয়ে দিয়েন না। সারা বছর তাকে নিয়ে কাজ করেন। সারা বছর রিপোর্ট করেন। নুহাশ পল্লীকে নিয়ে সারা বছর রিপোর্ট করা যায়। এসময় তিনি হুমায়ূন আহমেদের আকাঙক্ষার একটি ক্যানসার হাসপাতাল স্থাপন হবে বলেও আশা প্রকাশ করেন। দুপুরে হুমায়ূন ভক্তদের হিমু পরিবহন নামের একটি টিম পৌঁছায় নুহাশ পল্লীতে। নেত্রকোনা, ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন তারা। এই টিমের সদস্য সোহেল বলেন, আমরা হুমায়ূনকে ভালবাসি, অন্তরে লালন করি, এ কারনে তাকে শ্রদ্ধা জানাতে এখানে হিমু সেজে এসেছি। স্যারকে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে, নেত্রকোনা থেকেসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আমরা হিমুরা একসঙ্গে হয়ে এখানে এসেছি। অন্য একজন নারী সদস্য রীপা জানান, হুমায়ূন আহমেদের হিমু ও শুভ্র চরিত্র আমার সবচে’ বেশি পছন্দের। কেননা এ দু’টি চরিত্রের মধ্যে এমন বৈশিষ্ট্য আছে যা অন্য কোন চরিত্রে খুঁজে পাওয়া যায়নি। তার এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্যই চরিত্র দু’টি অমর হয়ে আছে। হুমায়ূন আহমেদের গড়া নুহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল বলেন, আমরা স্যারকে ভীষণভাবে মিস করি। তারপর স্যারের যে সৃষ্টি, প্রতিটি গাছপালা, প্রতিটি জিনিসপত্র দেখলে স্যারের কথা মনে পড়ে। স্যার এই নুহাশ পল্লীতে শুয়ে আছেন। মনে হয় যেন স্যার আমাদের পাশেই আছেন। পাখির কলকাকলী, কাদা-জল, বনবীথিকা আর বৃষ্টি বড় ভাল বাসতেন হুমায়ূন আহমেদ। তাই ১৯৯৭ সালে মাটির কাছাকাছি থেকে শিল্পচর্চা আর গ্রামীণ প্রকৃতির উদার স্পর্শ পেতেই গাজীপুরের পিরুজালি গ্রামে ভাওয়ালের শালবন পরিবেষ্টিত ৪০ বিঘা জমিতে গড়ে তোলেন ‘নুহাশ পল্লী’। এখানে রয়েছে দুর্লভ প্রজাতির অন্তত আড়াইশ’ বৃক্ষ ও গুল্মজাতীয় উদ্ভিদ যার প্রায় সবই হুমায়ূন আহমেদ নিজ হাতে লাগিয়েছেন। ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে ২০১২ সালের ১৯শে জুলাই মারা যাওয়ার পর ২৪শে জুলাই লেখক হুমায়ূন আহমেদ চিরনিদ্রায় শায়িত হন সেই নুহাশ পল্লীতে। নুহাশ পল্লীতে প্রবেশ করেই হাতের বাঁ পাশে লিচুতলায় লেখকের কবর। এরই মধ্যে সাদা মারবেল পাথরে বাঁধাই করা হয়েছে কবরের মূল বেদি। গতকাল হুমায়ূন আহমেদ স্মরণে নুহাশ পল্লীতে সর্বশেষ আয়োজন ছিল ইফতার মাহফিল। প্রায় ৬০০ হুমায়ূনভক্ত অংশ নিয়েছেন এ মাহফিলে ।
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...