দৈনিক বার্তা: বায়ার্ন মিউনিখের টমাস মুলার(জার্মানি) এবং এরিয়েন রোবেনকে(নেদারল্যান্ড) বাদ দিয়ে বার্সেলোনার এ তারকাকে বিশ্বকাপের গোল্ডেন বল পুরস্কার দেয়ায় বিতর্ক ওঠে এবং আরো একটি ব্যক্তিগত অর্জনের দিকে এগিয়ে যাচ্ছেন। পুরস্কারের জন্য সংক্ষিপ্ত ১০ জনের তালিকায় ফিলিপ লাম, ম্যানুয়েল ন্যুয়ার মুলার এবং রোবেনসহ জার্মান দল বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের প্রাধান্য বজায় রয়েছে।
রিয়াল মাদ্রিদের রয়েছেন পর্তুগাল স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টিনার এ্যাঙ্গেল ডি মারিয়াসহ দুই জন। লীগ ওয়ান থেকে রয়েছেন একমাত্র কলম্বিয়ার জেমস রদ্রিগেজ। এই গ্রীষ্মে দল বদল করা লুইস সুয়ারেজ এবং দিয়োগো কস্তা উভয়েই রয়েছেন সংক্ষিপ্ত এ তালিকায়। শীর্ষ দশে জায়গা না পেলেও তালিকার ১১ থেকে ১৫ নম্বরের মধ্যে রয়েছেন সার্জিও রামোস, থিবাউত কুরটোইস, জালাটান ইব্রাহিমোভিচ, আন্দ্রে পিরলো এবং ইয়াইয়া তোরে। নাম ক্লাব (সাবেক ক্লাব) দেশ দিয়েগো কস্তা চেলসি এ্যাটলেটিকো মাদ্রিদ স্পেন এ্যাঙ্গেল ডি মারিয়া রিয়াল মাদ্রিদ আর্জেন্টিনা জেমস রদ্রিগেজ মোনাকে কলম্বিয়া ফিলিপ লাম বায়ার্ন মিউনিখ জার্মানি লিওনেল মেসি বার্সেলোনা আর্জেন্টিনা টমাস মুলার বায়ার্ন মিউনিখ জার্মানি ম্যানুয়েল ন্যুয়ার বায়ার্ন মিউনিখ জার্মানি এরিয়েন রোবেন বায়ার্ন মিউনিখ নেদারল্যান্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ পর্তুগাল লুইস সুয়ারেজ বার্সেলোনা (লিভারপুল) উরুগুয়ে