BNP

দৈনিক বার্তা – অবশেষে ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্ববায়ক করে বৃহস্পতিবার গভীর রাতে ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেন বিএনপি চেয়ারপার্সন৷ কমিটি থেকে বাদ পড়েছেন সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা৷ নতুন কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে৷ 

নতুন এ কমিটিতে কোন সদস্য সচিব রাখা হয়নি৷ সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুকে৷ এ ছাড়া বাকি ২১ জনের সবাই যুগ্ম আহ্ববায়ক পদাধিকারী হবেন৷  চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমোদন হলেও কমিটি এখনো ঘোষণা করা হয়নি৷ তবে আজকালের মধ্যে ঘোষণা হতে পারে তরুণদের সমন্বয়ে গঠিত নতুন এই কমিটি৷ 

যুগ্ম-আহ্ববায়ক হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল ও বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমকে রাখা হয়েছে৷ গয়েশ্বর চন্দ্র রায়, হান্নান শাহ, সাবেক কমিশনার আব্দুল কাইয়ুম, কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে৷এছাড়াও আগের কমিটির যুগ্ম আহবায়কদের কমিটিতে রাখা হয়েছে৷  বিএনপির মহানগর কমিটির এক নেতা জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া নতুন কমিটিকে অনুমোদন দিয়েছেন৷ চেয়ারপার্সন েেসৗদি আরব যাবার সময় আজ-কালের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে৷ 

নতুন কমিটি করার বিষয়ে বেশ কয়েক মাস পূর্বে ঘোষণা দেয়া হলেও ঢাকা মহানগর বিএনপি’র কমিটি ভাঙ্গা হয়নি৷ সর্বশেষ ১৬ জুলাই ঢাকা মহানগর বিএনপি’র ইফতার মাহফিলে কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়ে ছিলেন খালেদা জিয়া৷ দীর্ঘ দিন ধরে ঢাকা মহানগর বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও সদস্য সচিব হিসেবে বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম৷ ২০১১ সালের ১৪ মে সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে ঢাকা মহানগর বিএনপির ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়৷ ছয় মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয় খোকা-সালামের কমিটিকে৷ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে বিগত দিনে বিএনপি নেতৃত্বাধীন রাজপথের আন্দোলন সংগ্রাম পরিচালনায় ঢাকা মহানগর বিএনপি ব্যর্থ হওয়ায় এ দুজনকে নতুন কমিটিতে রাখা হয়নি৷ উলেস্নখ্য, সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিত্‍সাধীন রয়েছেন৷ আগামী ১৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে৷