shakib and ananto

দৈনিক বার্তা – পাগল’ বলে সম্বোধন করায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য চিত্রনায়ক শাকিব খানকে উকিল নোটিশ পাঠিয়েছেন আরেক নায়ক এমএ জলিল অনন্ত। বৃহস্পতিবার তথ্য-প্রমাণসহ দৈনিক বার্তা  কে উকিল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন অনন্তর মালিকানাধীন মনসুন ফিল্মসের মিডিয়া কমিউনিকেশন ম্যানেজার এসএম সজীব। চলতি সপ্তাহে একটি জাতীয় দৈনিকে শাকিব খানের একটি সাক্ষৎকার প্রকাশিত হয়। তাতে শাকিবের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘বিশ্বের সব ফিল্ম ইন্ডাস্ট্রিতেই অনন্তর মতো দু-একজন পাগল আছে, যাদের নিয়ে সবাই হেসে মজা পায়।’ ওই বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উকিল নোটিশে বলা হয়েছে। যার আর্থিক মূল্য একশো কোটি টাকারও বেশি বলে উল্লেখ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে একই পত্রিকায়, একই পৃষ্ঠায়, একই কলামে শাকিবের বক্তব্য প্রত্যাহারের খবর প্রকাশ করতে বলা হয়েছে। আর তা না হলে শাকিবের বিরুদ্ধে দ-বিধির ৫০০ ধারায় মানহানির মামলা করাসহ তার বিরুদ্ধে দেওয়ানি আদালতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়েরের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। চিত্রনায়ক অনন্ত বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তার পক্ষে থেকে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জসিম উদ্দীন এ নোটিশ পাঠান। এদিকে শাকিব খান জানান, তিনি এ ধরনের মন্তব্য করেননি। তবে অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির সম্মুখীন হওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান দুঃখও প্রকাশ করেছেন।