দৈনিক বার্তা – গাজীপুর-নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১০ জুলাই : যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত চার ঈদের তুলনায় এবারের ঈদে জনদুভের্াগ ও যানজট কম হবে৷ বিশেষ করে ঢাকা-চট্রগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে ফোর লেনের কাজ শুরম্ন হওয়ায় ওই মহাসড়ক গুলোতে জনদুভের্াগ ও যানজট কম হবে৷ এজন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে৷ মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা গাজীপুর জেলার কালিয়াকৈরের চন্দ্রা মোড়ে মহাসড়ক প্রশসত্ম করণের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন৷
এসময় তিনি আরও বলেন, মহাসড়কগুলোতে যানজট নিরসনে সংস্কার কাজ অব্যাহত রাখা হয়েছে৷ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ৪০ ফুটের চেয়ে বেশি রাসত্মা সম্প্রসারণ কাজ সম্পন্ন হওয়ায় যানজট নিরসনে স্থায়ী সমাধান করা হয়েছে৷ ইতোমধ্যে ঢাকা-চট্রগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের দেশ কিছু অংশ কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে৷ তবে আমাদের দেশের অধিকাংশ মহাসড়কগুলো পুরোনো হয়ে গেছে৷ তাই অতিরিক্ত বর্ষণ ও লোডের কারনে এসব মহাসড়কগুলো ৰতিগ্রস্থ হয়ে পড়ছে৷ আমাদের মহাসড়কগুলো বিটুমিনের পরিবর্তে কংক্রিট দিয়ে মেরামত ও নির্মাণ করা হবে যাতে টেকসই হয়৷
পরিদর্শনকালে মন্ত্রী সড়ক সম্প্রসারণ কাজের অগ্রগতি দেখে সনত্মোষ প্রকাশ করেন৷ এসময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷
মোসত্মাফিজুর রহমান টিটু, নিজস্ব সংবাদদাতা, গাজীপুর৷