ইসরাইলের নৃশংস হামলায় রক্তে ভেসে যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা

দৈনিক বার্তা – ইসরাইলের নৃশংস হামলায় রক্তে ভেসে যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। সারা বিশ্ব যখন বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে তখন এদিকে যেন কারো নজর নেই। এই সুযোগে ড্রোন, হেলিকপ্টার, এফ-১৬ জঙ্গি বিমান দিয়ে একের পর এক হামলায় ছোট্ট শিশুর রক্তে ভিসে যাচ্ছে গাজার মাটি। গতকাল সকালে এমন হামলায় একই পরিবারের ৮ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে ৫টি শিশু। সেই শিশুর লাশ বুকে জড়িয়ে ধরে অঝোর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। গত ১২ই জুন ইসরাইলের তিন টিনেজকে অপহরণের ঘটনায় নতুন করে এ যুদ্ধাপবস্থা দেখা দিয়েছে। ইসরাইল তার পর থেকেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আকাশপথে, স্থলপথে। ক্ষেপণাস্ত্র হামলায় মাটির সঙ্গে মিশে যাচ্ছে সাজানো বাড়ি, সংসার। চোখের নিমেষে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সব। ইসলামি যোদ্ধা হাফেজ হামাদ তার পরিবারের চার সদস্য সহ নিহত হয়েছেন। তিনি কিছু সময় আগে গাজায় যেখানে তার বাড়ির সামনে অন্যদের সঙ্গে আলোচনা করছিলেন সেই এলাকা এখন ধোঁয়ায় ছেয়ে গেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ধ্বংসস্তূপ। এ দৃশ্য দেখে অঝোরে কাঁদছে জীবিতরা। গতকাল সকালে ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন।  তাদের বাড়ি ধুলোর সঙ্গে মিশে গেছে। একই রাতে গাজায় সমুদ্র সৈকতে একটি বারে সমবেত হয়েছিলেন বেশ কিছু ফিলিস্তিনি যুবক। তারা সেখানে সমবেত হয়েছিলেন আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার উত্তেজনাপূর্ণ সেমি ফাইনাল ম্যাচ দেখতে। কিন্তু সেখানেও হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি সূত্রের দাবি এতে নিহত হয়েছে ৯ জন। এ নিয়ে গত তিন দিনে গাজার কমপক্ষে ৭৮০ টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। তারা হামলা চালিয়েছে ইসলামিক জিহাদি দলের নেতাদের বাড়িতে। কিন্তু তাতে ইসলামিক জঙ্গিরাই শুধু নন, নিহত হয়েছে অনেক নিরপরাধ শিশু, বৃদ্ধ, বৃদ্ধা। এমন ঘটনার জবাব দিতে হামাস ইসরাইলে রকেট হামলা চালিয়েছে।

article-2688097-1F8DD64E00000578-453_964x1328