536a8a882f9f3-7-murder-in-Narayanganjদৈনিক বার্তা – নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। কমিটি মঙ্গলবার এটর্নি জেনারেল কার্যালয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে। এ ঘটনায় সিআইডি, র‌্যাবসহ অন্যান্য পক্ষও অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে। বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে আজ এ আবেদন উত্থাপন করা হবে। এটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন দাখিলের পর কমিটির সদস্য মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা জানতে পেরেছি। কি কারণে তারা এই হত্যাকা- ঘটিয়েছে, এখন সে বিষয়ে কাজ করছি। জড়িতদের সম্পর্কে অধিকতর তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তিনি জানান, তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে। সব তথ্য হাতে পেলেই তদন্ত শেষ হবে। তদন্ত শেষ করতে আরও চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে। গত ২৭শে এপ্রিল নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত জন অপহৃন হন। তিন দিন পর শীতলক্ষায় তাদের লাশ ভেসে উঠে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে র‌্যাব এ হত্যাকান্ড ঘটায় বলে অভিযোগ করেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম। এ অভিযোগ ওঠার পর র‌্যাব-১১ এর তখনকার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তারও করা হয় তাদের। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। অন্যদিকে, নূর হোসেনকে গ্রেপ্তার করেছে কলকাতার পুলিশ। এখন তিনি ভারতের কারাগারে বন্দি রয়েছেন।