দৈনিক বার্তা – আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবানের রকেট হামলায় প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আফগান বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদুল ওয়াহাব ওয়ারদাক এই কথা জানিয়েছেন।
ওয়াহাব ওয়ারদাক বলেন, তালেবানরা দুটি রকেট ছুড়েছিল এবং এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। হামলায় প্রেসিডেন্ট কারজাইকে বহনকারী রুশ নির্মিত হেলিকপ্টার বিধ্বস্ত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
আফগান রাজধানীর কঠোর প্রহরাধীন এলাকাগুলোর অন্যতম এই বিমানবন্দর। এর আগের দিন কাবুলে আফগান বিমান বাহিনীর একটি বাসে তালেবানের বোমা হামলায় অন্তত ৮ কর্মকর্তা নিহত হয়েছেন। গ্রীষ্মকালীন অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনী এবং দেশটির সরকারি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে জোরদার হয়েছে তালেবান হামলা।