চাকমা রাজার মালাবদল

দৈনিক বার্তা – রাঙ্গামাটি প্রতিনিধি : চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বিয়ে করলেন বান্দরবানের মেয়ে ইয়ান ইয়ানকে। বান্দরবান শহরের উজানী পাড়ায় ইয়ান ইয়ানের বাসায় এ বিয়ে সম্পন্ন হয়। চাকমা রাজা দেবাশীষ রায় শুক্রবার সকালে বরযাত্রী নিয়ে রাঙ্গামাটি থেকে বান্দরবানে যান। বিয়ের প্রথাগত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গুরুজনদের উপস্থিতিতে কন্যা সম্প্রদান করা হয়।

রাঙ্গামাটির চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়ের এটি দ্বিতীয় বিয়ে। ১৯৯৬ সালে প্রথম রানী তাতু রায় মারা যান। সম্প্রতি অস্ট্রেলিয়ার এডিলেইড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বান্দরবানের মেয়ে ইয়ান ইয়ানের সঙ্গে পরিচয়ের সূত্রে প্রেম হয় রাজার এবং পরে তা বিয়ে পর্যন্ত গড়ায়। ইয়ান ইয়ান বুয়েটে পড়ালেখা সম্পন্ন করেন। বর্তমানে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার এডিলেইড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। বান্দরবানের উজানীপাড়ায় ইয়ানের নিজের ডিজাইনে তৈরি বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হয়।