দৈনিক বার্তাঃ ২৩ সদস্যের দল ঘোষণা করলেন হল্যান্ড কোচ লুইস ভ্যান গাল ৷ প্রাথমিক দল ঘোষণার পর শনিবার চূড়ান্ত দল জানিয়ে দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার ৷ ঘানার বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামার আগেই বিশ্বকাপের দল জানিয়ে দেন তিনি ৷
ছ’ জন ফুটবলারকে ছেঁটে ফেলেছেন ভ্যান গাল ৷ আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন ভ্যান ডার ভার্ট ৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের স্কোয়াডে যাঁরা ছিলেন, তাদের মধ্যে চার জন এবারও রয়ে গিয়েছেন হল্যান্ডের দলে ৷ডির্ক কুইট, আর্জেন রবেন, ওয়েসলি স্নেইডার ও রবিন ভ্যান পার্সি এবারও রয়ে গিয়েছেন ৷ বিশ্বকাপে ১৩ জুন স্পেনের বিরুদ্ধে নামছে হল্যান্ড ৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালেও এই দুই দেশকে দেখা গিয়েছিল ৷ একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ও চিলি ৷
হল্যান্ড দল
গোলকিপার: জাসপের সিলেসেন, টিম ক্রুল, মিকেল ভর্ম
ডিফেন্ডার: ড্যালে ব্লাইন্ড, স্টেফান দি ভ্রিজ, ড্যারিল জানমাত, টেরেন্স কঙ্গোলো, ব্রুনো মার্টিন্স ইন্ডি, পল ভারহেগ, রন ভ্লার, জোয়েল ভেল্টম্যান
মিডফিল্ডার : জর্ডি ক্লাসি, জোনাথন দি গুজম্যান, নাইজেল ডি জং, লেরয় ফার, আর্জেন রবেন, ওয়েসলি স্নেইডার, জর্জিনহো উইজনালডাম
ফরোয়ার্ড: মেমফিস ডিপে, ক্লাস জান হান্টিলার, ডির্ক কুইট, জেরেমিন লেন্স, রবিন ভ্যান পার্সি