1দৈনিক বার্তাঃ সংবাদ প্রকাশের জের ধরে বৈশাখী টেলিভিশন ও দৈনিক যায়যায় দিনের পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসী চৌকিদার রাছেল ও তার সাঙ্গপাঙ্গরা। আজ শনিবার পটুয়াখালী সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

আরিফ জানান, পটুয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে শুক্রবার সন্ত্রাসী রাসেল চৌকিদারের নেতৃত্বে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে উত্তরপত্র বিক্রির সংবাদ প্রচার ও প্রকাশ করায় ক্ষুব্ধ হয় রাসেল। শনিবার দুপুর দেড়টার সময় সাংবাদিক আরিফ কলেজ অধ্যক্ষের কক্ষের দক্ষিনপাশের কক্ষে (সাধারণ শাখা) যান। খবর পেয়ে রাসেল চৌকিদার ২০ থেকে ২৫জন সাঙ্গপাঙ্গ নিয়ে ওখানে এসে তাঁকে (আরিফ) অশ্লীল ভাষায় গালমন্দ করে। তখন রাসেল হুমকি দিয়ে বলেন, ‘সাংবাদিক মারলে কি হয়, তোরে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে। এতে কি করতে পারবি তুই।’ এভাবে নানা ধরণের ভয়ভীতি দেখাতে থাকে। উত্তপ্ত পরিস্থিতিতে কলেজের কর্মচারীদের হস্তক্ষেপে আরিফকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এ ব্যাপারে আরিফ আজ শনিবার সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
এ ব্যাপারে সাংবাদিক নেতা পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরব হোসেন বলেন, ‘আরিফের ওপর সন্ত্রাসীদের হুমকির বিষয়টি নিন্দনীয়। ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ এছাড়াও হত্যার হুমকিতে নিন্দা জানিয়েছেন পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।