1দৈনিক বার্তাঃ লোকসভা ভোটে দলের ভরাডুবির দায় স্বীকার করেও নিস্তার পেলেন না সোনিয়া এবং রাহুল গান্ধী। এই পরাজয়ের জন্য মা-ছেলে জুটিকে আরও একবার কাঠগড়ায় তুললেন রাজস্থানের এক কংগ্রেস বিধায়ক। সেইসঙ্গে কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কংগ্রেস বিধায়ক ভনোয়ার লাল শর্মার মতে, কংগ্রেসের অভ্যন্তরে বর্তমানে তৃণমূল স্তর থেকে উঠে আসা নেতাদের সঙ্গে পরিবারতন্ত্রের দৌলতে উঠে আসা নেতাদের সংঘাত দেখা দিয়েছে। দলে এর প্রভাব পড়ছে বলে মনে করেন সদরশহর কেন্দ্রের ওই বিধায়ক।

কংগ্রেস বিধায়ক ভনোয়ার লাল শর্মার মতে, কংগ্রেসে নেতা বাছাইয়ের ক্ষেত্রে কোনও গণতন্ত্র নেই। যা দলের ক্ষতি করছে। নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করা না হলে অন্ধ্রপ্রদেশ, অসমের পরে হরিয়ানাতেও কংগ্রেসের ভরাডুবি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজস্থানের বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

রাহুলের নেতৃত্বে লোকসভা ভোটে ভরাডুবির পরে প্রিয়াঙ্কা গান্ধীকে আরও বেশি করে সংগঠনের দায়িত্ব দেওয়ার দাবি উঠছে কংগ্রেসের অভ্যন্তরে। এ প্রসঙ্গে শর্মার মতে, রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও কংগ্রেসে আরও অনেক বর্ষীয়ান নেতা আছেন। নেতা নির্বাচনের ক্ষেত্রে এঁদের কথাও ভাবতে হবে।