দৈনিক বার্তাঃ চীনে রিখটার স্কেলে ৬.১ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এই ঘটনায় প্রাণহানি না হলেও, কমপক্ষে ৪৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার চীনের ইংজিয়াং কাউন্টির দাই-জিংপু এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ভেঙে পড়েছে বহু বাড়িঘর। ৩৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, শনিবার চিনের ইংজিয়াং কাউন্টির দাই-জিংপু এলাকায় ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫টি উপনগরীর প্রায় দেড়লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনা নামানো হয়েছে।
সরকারি হিসাব বলছে, ভূমিকম্পের জেরে ৩ হাজার ৩৯০টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে ও ১৮ হাজারেরও বেশি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হওয়ায়, উদ্ধারকারী দলকে বেগ পেতে হচ্ছে বলেও খবরে বলা হয়েছে।