দৈনিক বার্তাঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ শিহাবুদ্দিন ও মেম্বর মহসিন আলী সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মহেশপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মহসিন আলী সিকদার (৫৫) ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ শিহাবুদ্দিনের সমর্থক তারেক খন্দকার (৪০)।
স্থানীয়রা জানায়, মহেশপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মহসিন আলী গত মঙ্গলবার অনুষ্ঠিত চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নূরুজ্জামান মৃধার পক্ষে কাজ করেন। এনিয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ শিহাবুদ্দিনের সাথে মোঃ মহসিন আলীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে মোঃ শিহাবুদ্দিনের সর্মথক তারেক খন্দকারকে (৪০) মারাধর করে। এ নিয়ে মোঃ শিহাবুদ্দিনের সর্মথকরা ক্ষিপ্ত হয়ে মেম্বার মোঃ মহসিন আলীর উপর হামলা চালায়। এসময় তাকে বেধড়ক মারধর করলে মারাত্মক আহত হয়। আহত তারেক খন্দকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও মোঃ মহসিন আলীকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিত এখন শান্ত। অভিযোগ দিলে অভিযোগ গ্রহন করা হবে।
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত
দৈনিক বার্তাঃ গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় আঃ রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ি নামক স্থানে একটি গ্রামবাংলা অটোভ্যান ওই শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত শিশুটি উত্তর ভেন্নাবাড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে। ঘটনার সময়ে শিশুটি তাদের বাড়ির পার্শ্বে রাস্তায় হাটছিল। বৌলতলী তদন্ত কেন্দ্র পুলিশ লাশ উদ্ধার করে ঘাতক অটোভ্যানটি আটক করেছে।