12দৈনিক বার্তাঃ বর্তমানে কিডনির সমস্যা শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদেরই হয়, তা নয়৷ অনেক সদ্যজাতই এখন কিডনির জটিল সমস্যায় ভোগে৷ তাই শিশুদের চিকিৎসা পদ্ধতি সরল করতে এবার ছোট আকৃতির ডায়ালিসিস মেশিন তৈরি করেছেন ইটালির চিকিৎসকরা৷ সাধারণত হাসপাতালে শিশু বা নবজাতকের কিডনি জটিলতার ক্ষেত্রে সাধারণ ডায়ালিসিস মেশিনই ব্যবহার করা হয়৷ কিন্তু সঠিক মাপের মেশিন না হওয়ায় শিশুদের জন্য তা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে৷বিশেষজ্ঞদের সমীক্ষায় দেখা গিয়েছে, নবজাতকদের মধ্যে ১ থেকে ২ শতাংশের ক্ষেত্রে কিডনি জটিলতা দেখা দেয়৷ কিডনি কাজ না করলে শরীরে রক্ত পরিশোধন হয় না৷ তখন ডায়ালিসিস মেশিন ব্যবহার করে এই পরিশোধনের কাজটি করা হয়৷ এই নয়া মিনি ডায়ালিসিস মেশিন ব্যবহার করা যায় সেই শিশুদের ক্ষেত্রে, যাঁদের ওজন দশ কিলোগ্রামের কম৷ এই মেশিনে প্রথম যে শিশুটির চিকিৎসা দেওয়া হয়েছিল, তার ওজন ছিল তিন কিলোগ্রাম৷ তার কিডনি-সহ বেশ কয়েকটি অঙ্গ কাজ করছিল না৷ ডাক্তার রংকো বলেন, ‘শিশুটির বাবা-মা ধরেই নিয়েছিল যে সে আর বাঁচবে না৷ কিন্তু এক মাস চিকিৎসা চলার পর সে সুস্থ হয়ে উঠতে শুরু করল৷’ চিকিৎসক জানান, মেয়েটির কিডনিতে এখনও সামান্য সমস্যা রয়েছে৷ তার আরও ভিটামিন ডি প্রয়োজন৷ এ সব বাদ দিলে সে স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে৷প্রতিটি মিনি ডায়ালিসিস মেশিনের দাম পড়ে ৩৫ হাজার ইউরো৷ এর বিক্রি থেকে কোনও মুনাফা করা হয় না বলেই দাবি ডাক্তার রংকোর৷এই যন্ত্র চালু করার পর এ পর্যন্ত দশটি শিশু সুস্থ হয়ে উঠেছে৷