01দৈনিক বার্তাঃ নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর-বন্দর) উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন সেলিম ওসমান। আজ আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান মাহমুদ জুয়েল। সকালে পার্টি অফিস থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেলিম ওসমান। এসময় সেলিম ওসমানের সঙ্গে ছিলেন তার ভাই আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। জাপা’র প্রেসিডিয়াম সদস্য এমপি নাসিম ওসমানের মৃত্যুতের ওই আসন শূন্য হয়। নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যান এই আসনে ওসমান পরিবার থেকে প্রার্থী দিতে আগ্রহ প্রকাশ করেন। এতে আলোচনায় আসেন প্রয়াত এমপি নাসিম ওসমানের মেয়ে আফরিন ওসমান, নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও ভাই ব্যবসায়ী সেলিম ওসমান। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই আসনে ২৬শে জুন ভোট অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯শে মে, বাছাই ১লা জুন আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ই জুন।